Ajker Patrika

ডায়রিয়া রোগীর চাপ, সেবা দিতে চিকিৎসকেরা হিমশিম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৪: ১৯
ডায়রিয়া রোগীর চাপ, সেবা দিতে চিকিৎসকেরা হিমশিম

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি হন।  এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৫৮৩ জন। পুরুষ ২৩০ ও মহিলা ৩৫৩ জন।

জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পাঁচ বছরের নিচে ২৫ শিশু রয়েছে। সরেজমিনে দেখা যায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের তাছলিমা আক্তার বলেন, ৪৫ দিনের বাচ্চা হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি। শ্বাসকষ্ট ও সর্দির কারণে ছেলেটির নিউমোনিয়া হয়ে গেছে। কষ্ট করে হলেও চিকিৎসা নিতে হবে।

শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের জহুরা খাতুন জানান, ‘নাতিকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে আছি। চার-পাঁচ দিন ধরে নিউমোনিয়া। পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, ১৮ মাস বয়সের নাতিকে নিয়ে ভোগান্তিতে আছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতাল অপ্রতুল। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বয়স্করা ঠান্ডাজনিত রোগে ভুগছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত