নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশসহ বিশ্বজুড়েই সংক্রমণের পাশাপাশি অসংক্রামক রোগের বিস্তার ঘটছে। কিন্তু এটি প্রতিরোধে যে চিকিৎসা দরকার, তাতে এখনো ঘাটতি রয়েছে।’
আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ইউরোলজিক্যালস সার্জনস আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অসংক্রামক রোগে ৬৭ ভাগ মানুষ ভুগছে। কিন্তু প্রতিরোধব্যবস্থা এখনো সেভাবে এগোচ্ছে না। তবে সরকার হৃদ্রোগ, ডায়াবেটিস ও কিডনি চিকিৎসায় উন্নতির চেষ্টা করছে। বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে এসব রোগ নিরাময়ে আধুনিক চিকিৎসার পথ তৈরি হয়। মান বাড়ে, ফলে সেবার গুণগত পরিবর্তন হয়।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে যত কিডনি রোগী রয়েছে, তাদের অধিকাংশই জানে না কীভাবে কিডনি নষ্ট হচ্ছে। আগামীতে স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি আধুনিকায়ন হলে মানুষের সেবা নেওয়ার হার বাড়বে। কিডনি চিকিৎসা আরও উন্নত হওয়া দরকার। আইনও করেছে সরকার। কিন্তু কিডনি প্রতিস্থাপন সেভাবে হচ্ছে না। যেখানে প্রতিবছর ৫ হাজার প্রতিস্থাপন প্রয়োজন, সেখানে হচ্ছে মাত্র ১ হাজার ২০০-এর মতো।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে। প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ও ১০টি ডায়ালাইসিস সেন্টার চালুর পদক্ষেপ নিয়েছে সরকার। শিগগিরই এসব হাসপাতাল চালু হতে পারে। এতে করে সেবার মান বাড়বে। তবে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি করতে হলে জনবল ও অনেক স্পেশালিস্টের দরকার, সেটিতে আমাদের ঘাটতি রয়েছে। কোনো বিভাগে কত স্পেশালিস্ট দরকার, সেই তালিকা কখনো ছিল না, এখন করার চেষ্টা চলছে। মন্ত্রণালয় সেই উদ্যোগ নিয়েছে। বর্তমানে যে জনবল আছে, তা আরও দ্বিগুণ করতে হবে।’ তবে সরকার চাইলেই এক দিনে এটি করতে পারে না বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশসহ বিশ্বজুড়েই সংক্রমণের পাশাপাশি অসংক্রামক রোগের বিস্তার ঘটছে। কিন্তু এটি প্রতিরোধে যে চিকিৎসা দরকার, তাতে এখনো ঘাটতি রয়েছে।’
আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ইউরোলজিক্যালস সার্জনস আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অসংক্রামক রোগে ৬৭ ভাগ মানুষ ভুগছে। কিন্তু প্রতিরোধব্যবস্থা এখনো সেভাবে এগোচ্ছে না। তবে সরকার হৃদ্রোগ, ডায়াবেটিস ও কিডনি চিকিৎসায় উন্নতির চেষ্টা করছে। বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে এসব রোগ নিরাময়ে আধুনিক চিকিৎসার পথ তৈরি হয়। মান বাড়ে, ফলে সেবার গুণগত পরিবর্তন হয়।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে যত কিডনি রোগী রয়েছে, তাদের অধিকাংশই জানে না কীভাবে কিডনি নষ্ট হচ্ছে। আগামীতে স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি আধুনিকায়ন হলে মানুষের সেবা নেওয়ার হার বাড়বে। কিডনি চিকিৎসা আরও উন্নত হওয়া দরকার। আইনও করেছে সরকার। কিন্তু কিডনি প্রতিস্থাপন সেভাবে হচ্ছে না। যেখানে প্রতিবছর ৫ হাজার প্রতিস্থাপন প্রয়োজন, সেখানে হচ্ছে মাত্র ১ হাজার ২০০-এর মতো।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে। প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ও ১০টি ডায়ালাইসিস সেন্টার চালুর পদক্ষেপ নিয়েছে সরকার। শিগগিরই এসব হাসপাতাল চালু হতে পারে। এতে করে সেবার মান বাড়বে। তবে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি করতে হলে জনবল ও অনেক স্পেশালিস্টের দরকার, সেটিতে আমাদের ঘাটতি রয়েছে। কোনো বিভাগে কত স্পেশালিস্ট দরকার, সেই তালিকা কখনো ছিল না, এখন করার চেষ্টা চলছে। মন্ত্রণালয় সেই উদ্যোগ নিয়েছে। বর্তমানে যে জনবল আছে, তা আরও দ্বিগুণ করতে হবে।’ তবে সরকার চাইলেই এক দিনে এটি করতে পারে না বলেও জানান মন্ত্রী।
ডেঙ্গুতে সর্বশেষ মারা যাওয়া তিনজনই পুরুষ। তাঁদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩।
১০ ঘণ্টা আগেপ্রজননসংক্রান্ত সমস্যা নির্ণয়ে চিকিৎসকদের জন্য এক নতুন সতর্কবার্তা নিয়ে এসেছে লিথুয়ানিয়ার ২৯ বছরের এক নারীর বিরল সমস্যা। বারবার চেষ্টা করেও গর্ভধারণে ব্যর্থ হওয়া এবং ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসায়ও ফল না আসায় ধন্দে পড়ে গিয়েছিলেন চিকিৎসকেরা।
১৩ ঘণ্টা আগেহাসপাতালে ভর্তি আগুনে পোড়া রোগীদের সেপসিস, একাধিক অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যাওয়া, নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ, শক ইত্যাদি হতে পারে। ফলে তাদের বিভিন্ন জীবাণু সংক্রমণের আশঙ্কা সাধারণ রোগীর চেয়ে বেশি। এসব জীবাণুর অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়ালসের প্রতি রেজিস্ট্যান্স হার অনেক বেশি...
১৫ ঘণ্টা আগেআগুনে পুড়ে যাওয়া একটি মারাত্মক ও যন্ত্রণাদায়ক দুর্ঘটনা। এ দুর্ঘটনা শুধু ত্বকই নয়, চোখের মতো সংবেদনশীল অঙ্গকেও মারাত্মক ক্ষতিগ্রস্ত করতে পারে। আগুন, গরম বাষ্প, বিস্ফোরণ, রাসায়নিক পদার্থ কিংবা ধোঁয়ার কারণে হওয়া চোখের ক্ষতি অনেক সময় স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। তাই আগুনে পুড়ে যাওয়া রোগীর চোখের...
১৬ ঘণ্টা আগে