Ajker Patrika

আলঝেইমার্সের চিকিৎসায় বড় অগ্রগতি

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫: ২৩
আলঝেইমার্সের চিকিৎসায় বড় অগ্রগতি

আলঝেইমার্স নামে পরিচিত মস্তিষ্কের ক্ষয়রোগের চিকিৎসায় নতুন এক ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ওষুধটি মস্তিষ্ক ক্ষয়ের গতি মন্থর করে বলে গবেষণা ও পরীক্ষায় প্রমাণিত হয়েছে। 

লেকেম্বি নামের এই ওষুধের জেনেরিক নাম ‘লেকানেম্যাব’। জাপানের ইসাই ও যুক্তরাষ্ট্রের বায়োজেন কোম্পানির যৌথভাবে তৈরি এই ওষুধ এফডিএর পূর্ণ অনুমোদন পেয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

এখন পর্যন্ত অনুমোদিত অন্যান্য ওষুধ আলঝেইমার্সের লক্ষণ উপশম করত। কিন্তু নতুন ওষুধ লেকেম্বি আলঝেইমার্সের জন্য প্রধানত দায়ী বিটা-অ্যামাইলয়েড নামের প্রোটিন নিয়ন্ত্রণ করে। 

ওষুধের দাম, নিরাপত্তা এবং সুলভতা নিয়ে উদ্বেগের মধ্যে এফডিএর এ সিদ্ধান্ত এসেছে। কেননা, ওষুধটি এক বছর সেবন করতে ২৬ হাজার ডলার খরচ করতে হবে। যদিও মার্কিন স্বাস্থ্যবিমা প্রোগ্রাম প্রাথমিকভাবে বয়স্ক ও অক্ষমদের জন্য এর খরচ বহন করবে। 

ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে গবেষকেরা দেখেছেন, আক্রান্তের ১৮ মাসের মধ্য এই ওষুধ সেবনে রোগ বৃদ্ধির হার ২৭ শতাংশ পর্যন্ত হ্রাস করে। যদিও অনেক ওষুধ বিশারদেরা  বলেছেন এটি মস্তিষ্কস্ফীতি ও রক্তক্ষরণ ঘটায়। এতে এ পর্যন্ত তিনজনের মৃত্যুও হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত