‘গন্দে প্যাট মোর ফুলে উঠল’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের পাশেই ফেলা হচ্ছে তিলকপুর বাজারের বর্জ্য। দুর্গন্ধে বাধ্য হয়েই মুখে কাপড় চেপে ধরে ট্রেনে ওঠানামা করেন স্টেশনে আসা যাত্রীরা। হাট ইজারাদার বলছেন, হাটে বর্জ্য ফেলার জায়গা নেই, সেজন্য প্ল্যাটফর্মের পাশেই ফেলা হয়।