Ajker Patrika

গৌরীপুরে ১৫ লেভেল ক্রসিংয়ের ১১টিই অরক্ষিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৪: ২৯
গৌরীপুরে ১৫ লেভেল ক্রসিংয়ের ১১টিই অরক্ষিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রেলের ১৫টি লেভেল ক্রসিংয়ের ১১টিই অরক্ষিত। কোনো কোনোটায় ব্যারিকেড থাকলেও নেই গেটম্যান। এর মধ্যে উপজেলার মইলাকান্দা গ্রামে গৌরীপুর-শ্যামগঞ্জ প্রধান সড়কের ওপর শ্যামগঞ্জ রেলক্রসিংয়ে সারাক্ষণ লেগে থাকে ভিড়। কিন্তু রেলক্রসিং অরক্ষিত থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে গৌরীপুর থেকে নেত্রকোনা, জারিয়া ও দুর্গাপুরগামী শত শত যানবাহন।

জানা গেছে, গৌরীপুর জংশন হয়ে গৌরীপুর-চট্টগ্রাম, গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা, গৌরীপুর-মোহনগঞ্জ ও গৌরীপুর-শ্যামগঞ্জ-ঝাড়িয়ার আলাদা রেলপথ রয়েছে। এদিক দিয়ে প্রতিদিন আন্তনগর বিজয় এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দুটি কমিউটারসহ ২৪টি ট্রেন চলাচল করে। 

সরেজমিনে দেখা যায়, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কপথের ব্যস্ততম এলাকা মইলাকান্দায় রয়েছে লেভেল ক্রসিং। শ্যামগঞ্জ বাজারের পাশের এই ক্রসিংয়ে শ্যামগঞ্জ-মোহনগঞ্জ ও শ্যামগঞ্জ-ঝাড়িয়াগামী ট্রেন চলাচল করে। এই ক্রসিংয়ে সব সময় যানবাহনের ভিড় লেগে থাকে। 

এ বিষয়ে অটোরিকশাচালক মজিবুর রহমান বলেন, ‘সড়কের দুপাশে রেললাইন ঘেঁষে দোকানপাট নির্মাণ করা হয়েছে। ব্যারিকেড থাকলেও গেটম্যান নেই, দূর থেকে ট্রেনও দেখা যায় না। তাই জীবনের ঝুঁকি নিয়ে রেলক্রসিং পারাপার হতে হয়।’ 

গৌরীপুর রেলস্টেশনের কেবিন মাস্টার আতাউল করিম কবির বলেন, গৌরীপুর থেকে চট্টগ্রামের পথে ঈশ্বরগঞ্জে ছয়টি, শ্যামগঞ্জে সাতটি ও ময়মনসিংহে দুটি লেভেল ক্রসিং রয়েছে। তার মধ্যে আটটি অনুমোদিত লেভেল ক্রসিং। বাকিগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। 

গৌরীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র দাস বলেন, রেলের লেভেল ক্রসিংগুলো ট্রাফিক ও ইঞ্জিনিয়ারিং—এ দুই ভাগে বিভক্ত। সেগুলোর ১৫টির মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিং আটটি। এর মাঝে চারটিতে গেটম্যান রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত