পিরোজপুর ও নেছারাবাদ প্রতিনিধি
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কার্যাদেশ অনুযায়ী কাজ না করায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খালের ওপর নির্মাণাধীন একটি সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সে অনুযায়ী গতকাল মঙ্গলবার সেতুটি ভাঙতে যান শ্রমিকেরা। কিন্তু ভাঙার কাজ শুরুর আগেই সেতুটি ভেঙে খালে পড়ে যায়।
পৌনে ৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের ঠিকাদার ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কর্ণধার।
ঠিকাদার মিরাজুল পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছোট ভাই। দুই ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মিরাজুল আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন। এতে তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন একাধিক প্রকল্প বন্ধ হয়ে যায়।
জানা গেছে, উপজেলার পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের ওপর সেতুটি ভেঙে ফেলতে যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে সংস্থাটি কাজ শুরু করার আগেই গতকাল সন্ধ্যায় সেতুটি ধসে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের বাসিন্দারা।
পিরোজপুর এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব জলাবাড়ি খ্রিষ্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কের ওপর একটি প্যাকেজে ২২ ও ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার সেতু নির্মাণের জন্য ২০২১ সালের ২৯ ডিসেম্বর মেসার্স ইফতি ইটিসিএলকে কার্যাদেশ দেয় পিরোজপুর এলজিইডি। যার চুক্তিমূল্য ছিল ৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকা। ২০২২ সালের ২৮ ডিসেম্বর ব্রিজ দুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে একজন সাবঠিকাদার দিয়ে কাজ করাচ্ছিলেন। এ সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কার্যাদেশ না মানায় স্থানীয় লোকজন কাজে বাধা দেন।
পরে আরেক সাবঠিকাদার গত বছরের শেষদিকে গার্ডার ছাড়াই ভাদুরা খালের ওপরের সেতুটির ছাদ ঢালাই দেয়। এর কিছু দিন পরে ঢালাই দেওয়া অংশে ফাটল দেখা দেয়। তখন স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে এলজিইডি তদন্ত করে সেতুটির ঢালাই দেওয়া অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে অকল্পনীয় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হয়েছে।
নির্মাণাধীন সেতুতে ফাটল ধরার বিষয়ে জানতে চাইলে সাবঠিকাদার খোকন মিয়া বলেন, শ্রমিকেরা ঢালাই শেষে চলে গেলে কে বা কারা সেন্টারিং খুলে ফেলায় সেতু ক্ষতিগ্রস্ত হয়। এখন ঠিকাদার মিরাজুল ইসলাম অগ্রিম টাকা তুলে নেওয়ায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
এ বিষয় নেছারাবাদের উপজেলা প্রকৌশলী মো. রায়সুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কাজ নিয়ম অনুযায়ী না করার কারণে পুরো স্লাব (ছাদ) ভেঙে নতুনভাবে নির্মাণকাজ করতে হবে। গার্ডার নির্মাণ না করেই ছাদ ঢালাই দেওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। তাই এটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মূল ঠিকাদারকে পাওয়া না যাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কার্যাদেশ অনুযায়ী কাজ না করায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খালের ওপর নির্মাণাধীন একটি সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সে অনুযায়ী গতকাল মঙ্গলবার সেতুটি ভাঙতে যান শ্রমিকেরা। কিন্তু ভাঙার কাজ শুরুর আগেই সেতুটি ভেঙে খালে পড়ে যায়।
পৌনে ৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের ঠিকাদার ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কর্ণধার।
ঠিকাদার মিরাজুল পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছোট ভাই। দুই ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মিরাজুল আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন। এতে তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন একাধিক প্রকল্প বন্ধ হয়ে যায়।
জানা গেছে, উপজেলার পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের ওপর সেতুটি ভেঙে ফেলতে যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে সংস্থাটি কাজ শুরু করার আগেই গতকাল সন্ধ্যায় সেতুটি ধসে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের বাসিন্দারা।
পিরোজপুর এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব জলাবাড়ি খ্রিষ্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কের ওপর একটি প্যাকেজে ২২ ও ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার সেতু নির্মাণের জন্য ২০২১ সালের ২৯ ডিসেম্বর মেসার্স ইফতি ইটিসিএলকে কার্যাদেশ দেয় পিরোজপুর এলজিইডি। যার চুক্তিমূল্য ছিল ৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকা। ২০২২ সালের ২৮ ডিসেম্বর ব্রিজ দুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে একজন সাবঠিকাদার দিয়ে কাজ করাচ্ছিলেন। এ সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কার্যাদেশ না মানায় স্থানীয় লোকজন কাজে বাধা দেন।
পরে আরেক সাবঠিকাদার গত বছরের শেষদিকে গার্ডার ছাড়াই ভাদুরা খালের ওপরের সেতুটির ছাদ ঢালাই দেয়। এর কিছু দিন পরে ঢালাই দেওয়া অংশে ফাটল দেখা দেয়। তখন স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে এলজিইডি তদন্ত করে সেতুটির ঢালাই দেওয়া অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে অকল্পনীয় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হয়েছে।
নির্মাণাধীন সেতুতে ফাটল ধরার বিষয়ে জানতে চাইলে সাবঠিকাদার খোকন মিয়া বলেন, শ্রমিকেরা ঢালাই শেষে চলে গেলে কে বা কারা সেন্টারিং খুলে ফেলায় সেতু ক্ষতিগ্রস্ত হয়। এখন ঠিকাদার মিরাজুল ইসলাম অগ্রিম টাকা তুলে নেওয়ায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
এ বিষয় নেছারাবাদের উপজেলা প্রকৌশলী মো. রায়সুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কাজ নিয়ম অনুযায়ী না করার কারণে পুরো স্লাব (ছাদ) ভেঙে নতুনভাবে নির্মাণকাজ করতে হবে। গার্ডার নির্মাণ না করেই ছাদ ঢালাই দেওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। তাই এটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মূল ঠিকাদারকে পাওয়া না যাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
১ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
২ ঘণ্টা আগে