গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. সোহাগ রহমান (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মৃত সোহাগের রহমান ঝিনাইদহ সদর এলাকার কানহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জয়দেবপুর রেলস্টেশনের উত্তর পাশের রেললাইনে কাজ করার কারণে একটি ট্রেন এসে সেখানে থামে। কিছুক্ষণ পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় হঠাৎ সোহাগ রহমান ট্রেনের সামনে রেললাইনের ওপর শুয়ে পড়েন এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর জয়দেবপুর রেলক্রসিংয়ের উত্তর পাশে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে খবর পাই যে জয়দেবপুর রেলক্রসিংয়ের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. সোহাগ রহমান (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মৃত সোহাগের রহমান ঝিনাইদহ সদর এলাকার কানহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জয়দেবপুর রেলস্টেশনের উত্তর পাশের রেললাইনে কাজ করার কারণে একটি ট্রেন এসে সেখানে থামে। কিছুক্ষণ পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় হঠাৎ সোহাগ রহমান ট্রেনের সামনে রেললাইনের ওপর শুয়ে পড়েন এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর জয়দেবপুর রেলক্রসিংয়ের উত্তর পাশে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে খবর পাই যে জয়দেবপুর রেলক্রসিংয়ের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পৌনে ৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের ঠিকাদার ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কর্ণধার। ঠিকাদার মিরাজুল পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছোট ভাই।
১৪ মিনিট আগেদীর্ঘ ২৩ বছর পর বগুড়ার শিবগঞ্জের আনারুল হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি আজিজার রহমানকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১৮ মিনিট আগেসালিসে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচার হয়েছে। বৈঠকে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার রায় দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষক ওই পরিমাণ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিসকারীরা জুতাপেটা করবেন।
২৭ মিনিট আগেমামলার অভিযোগে বলা হয়, ২০ জুলাই রাত দেড়টার দিকে বাদীর শাহ আলী থানাধীন নিউ সি ব্লকের ১ নম্বর সেকশনের ২২ নম্বর রোডের ১১ নম্বর বাসায় পুলিশ, সেনাবাহিনী ও সাদা পোশাক পরা পুলিশ প্রবেশ করে। বাসার বিভিন্ন জিনিস তছনছ করে তারা বাদীর ছেলে শাহ আলী থানার ৯৩ নম্বর ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি আসিফ সিকদারকে আটক করে
১ ঘণ্টা আগে