Ajker Patrika

ট্রেনে ভেড়ার পা কাটা পড়ায় মালিকের ক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
ট্রেনে ভেড়ার পা কাটা পড়ায় মালিকের ক্ষোভ

ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একটি ভেড়ার পা বিচ্ছিন্ন হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভেড়ার মালিক মিজানুর রহমান পাভেল। বলেছেন, তিনি আর ভেড়া পালবেন না।

কেননা, অরক্ষিত রেলস্টেশনে এমন ঘটনার সময় ভেড়াগুলো রক্ষায় কেউ এগিয়ে আসেনি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, স্থানীয় লোকজন নিজেদের স্বার্থে রেলওয়ের আইন ভঙ্গ করছে।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢুকতেই ইঞ্জিনের সামনে পড়ে চারটি ভেড়া। ইঞ্জিনের সামনে কিছুক্ষণ দৌড়ে প্রাণরক্ষার চেষ্টা করলেও একটি ভেড়ার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি ভেড়া সামান্য আঘাতপ্রাপ্ত হয়।

স্টেশনে অপেক্ষারত মোহনগঞ্জগামী এক্সপ্রেস ট্রেনের যাত্রী সানাউল হক বলেন, ট্রেনটি প্ল্যাটফরমের মাঝামাঝি চলে এলে বেড়াগুলো ইঞ্জিনের সামনে পড়ে। ইঞ্জিনের সামনে কিছুক্ষণ ভেড়াগুলো দৌঁড়ানোর চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়ে। এতে একটি ভেড়ার ডান পা পুরোটা বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি ভেড়া সামান্য আঘাত পায়।  ভেড়ার বিচ্ছিন্ন পা দিয়ে অঝড়ে রক্ত বের হচ্ছিল। রেলওয়ে স্টেশনে এভাবে অবাধে গরু-ছাগল ছেড়ে দেওয়া উচিত নয়। এতে রেলওয়ে কর্তৃপক্ষেরও কিছুটা দায় রয়েছে।

মালগুদাম রেলওয়ে কলোনির বাসিন্দা ও ভেড়ার মালিক মিজানুর রহমান পাভেল বলেন, ‘স্টেশনে এত এত লোকজন থাকার পরেও কীভাবে ট্রেনে কাটা পড়ল ভেড়াটি, বুঝতে পারছি না।

চিকিৎসা করলে যদি ভালো হয় তাহলে চিকিৎসা করাব, অন্যথায় ভেড়াটি জবাই করে দেব। ভেড়াগুলো দুই মাস ধরে লালনপালন করছি। এসব পালা এখন বাদ দেব।’
রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ফাঁড়ির হাবিলদার মো. আরিফ বলেন, ‘স্টেশনটি অরক্ষিত থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।’
রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় ভেড়ার পা বিচ্ছিন্ন হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত