ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণে ২ শতাধিক ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে, রাশিয়ার এই দাবির বিপরীতে ইউক্রেন বলেছে, এই আক্রমণে মাত্র ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছে, ‘দিনিপ্রোপেত্রোভস্ক শাপলাইন রেলওয়ে স্টেশনে সরাসরি ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেন সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের ২০০ এরও বেশি সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া ১০ ইউনিট সামরিক সরঞ্জামও ধ্বংস হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওই ট্রেনটি মস্কো নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসের দিকে অগ্রসর হচ্ছিল।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলার সময় রাশিয়া এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। জেলেনস্কি বলেছেন, তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চ্যাপলিনে হামলার কথা জানতে পারেন। রাশিয়া এভাবেই নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হামলার কারণে চারটি যাত্রীবাহী গাড়িতে আগুন লেগেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
গত এপ্রিলে ইউক্রেনের অন্য একটি রেল স্টেশনে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ৫০ জন নিহত হয়েছিলেন। এর আগে মস্কো প্রতিবারই বলেছে, কোনো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা চালায় না।
গতকাল বুধবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। এ দিবসকে ঘিরে রাশিয়া ‘নৃশংস কিছু’ করতে পারে বলে আগেই মন্তব্য করেছিলেন জেলেনস্কি। হামলার আশঙ্কায় বড় ধরনের উদ্যাপন অনুষ্ঠান ও সমাবেশ নিষিদ্ধ করেছিল ইউক্রেন। তার পরও রুশ হামলা থেকে রেহাই পেল না ইউক্রেনের মানুষ।
ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণে ২ শতাধিক ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে, রাশিয়ার এই দাবির বিপরীতে ইউক্রেন বলেছে, এই আক্রমণে মাত্র ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছে, ‘দিনিপ্রোপেত্রোভস্ক শাপলাইন রেলওয়ে স্টেশনে সরাসরি ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেন সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের ২০০ এরও বেশি সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া ১০ ইউনিট সামরিক সরঞ্জামও ধ্বংস হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওই ট্রেনটি মস্কো নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসের দিকে অগ্রসর হচ্ছিল।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলার সময় রাশিয়া এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। জেলেনস্কি বলেছেন, তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চ্যাপলিনে হামলার কথা জানতে পারেন। রাশিয়া এভাবেই নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হামলার কারণে চারটি যাত্রীবাহী গাড়িতে আগুন লেগেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
গত এপ্রিলে ইউক্রেনের অন্য একটি রেল স্টেশনে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ৫০ জন নিহত হয়েছিলেন। এর আগে মস্কো প্রতিবারই বলেছে, কোনো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা চালায় না।
গতকাল বুধবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। এ দিবসকে ঘিরে রাশিয়া ‘নৃশংস কিছু’ করতে পারে বলে আগেই মন্তব্য করেছিলেন জেলেনস্কি। হামলার আশঙ্কায় বড় ধরনের উদ্যাপন অনুষ্ঠান ও সমাবেশ নিষিদ্ধ করেছিল ইউক্রেন। তার পরও রুশ হামলা থেকে রেহাই পেল না ইউক্রেনের মানুষ।
জলবায়ু পরিবর্তনকে ‘মানবতার জন্য একটি জরুরি ও অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের হেগে জলবায়ু ইস্যুতে পরামর্শমূলক মতামত উপস্থাপনে এই রায় প্রদান করেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
২ মিনিট আগেনৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তির দৌড়ে এত দিন শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এই প্রযুক্তির এফ-৩৫সি যুদ্ধবিমান দীর্ঘদিন ধরেই মার্কিন বিমানবাহী জাহাজগুলোতে মোতায়েন রয়েছে। তবে এবার চীন প্রথমবারের মতো নিজেদের নৌবাহিনীর জন্য স্টিলথ ফাইটার জে-৩৫ মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামাকে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাশিয়াগেট’ এবং ‘ভোট জালিয়াতি’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তিনি ওবামা এবং তাঁর প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।
২ ঘণ্টা আগেতৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’
৩ ঘণ্টা আগে