রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এই স্টেশন থেকে যাতায়াত করা যাত্রীদের অভিযোগ, কালোবাজারেই বেশিরভাগ টিকিট বিক্রি হয়। নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুণ দামে টিকিট বিক্রি হয় কালোবাজারে। রেল স্টেশনের কর্মচারীরা এসব টিকিট কালোবাজারে বিক্রি করেন। তবে স্টেশনমাস্টার এস এম শওকত আলী জানান, কাউন্টার ছাড়া অন্য কোথাও কোনো টিকিট পাওয়ার সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে সৈয়দপুরে ট্রেনের টিকিটের চাহিদা সারাবছর ধরেই থাকে। এই উপজেলা ছাড়াও পাশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের যাত্রীরাও এই রুটে যাতায়াত করেন। এখান থেকে ঢাকা, খুলনা, রাজশাহী রুটে ৫টি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। প্রতিদিন এই স্টেশনে প্রতিদিন ২৩৩টি টিকিট বিক্রি হয়।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দপুর স্টেশনে ঘুরে দেখা গেছে, ঢাকাগামী আন্তনগর নীলসাগার এক্সপ্রেস ও রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। প্রতিটি লাইনেই প্রথম ৩০ জন যাত্রী টিকিট পাওয়ার পরই জানানো হয় টিকিট শেষ। এতে লাইনে দাঁড়ানো যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
ইমরান হোসেন নামের ঢাকাগামী আরেক যাত্রী বলেন, ‘কাউন্টের টিকিট পাইনি। এরপর স্টেশনের এক কর্মচারীর কাছ থেকে একজনের খোঁজ পাই। মোবাইল ফোনে কল দিয়ে ৫টি টিকিট চাইতেই দিতে ওই ব্যক্তি দিতে রাজি হয়ে যান। স্টেশনের পাশের সৈয়দপুর প্লাজা থেকে তিনি টিকিট সংগ্রহের কথা বলেন। প্রতিটি ৪০০ টাকার হলেও তিনি আমার কাছ থেকে ১ হাজার ১০০ টাকা রেখেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর রেলস্টেশনের একজন কর্মকর্তা বলেন, এ স্টেশনে কালোবাজারির সঙ্গে তিনজন আরএনবি, দুজন বুকিং সহকারী ও স্টেশনের একজন কর্মকর্তা জড়িত আছেন। প্রতিদিন বরাদ্দের চার ভাগের তিন ভাগই টিকিট কালোবাজারিতে যায়। প্রতিটি টিকিট থেকে যদি গড়ে ১০০ টাকাও বেশি নেওয়া হয়, তাহলে প্রতিমাসে ৭ লাখ টাকা এই স্টেশন থেকেই কালোবাজারিরা হাতিয়ে নেয়।
স্টেশনমাস্টার এস এম শওকত আলী বলেন, একটি টিকিটের বিপরীতে ৫০ থেকে ৬০ জনের চাহিদা থাকে। তাই লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকিট পাচ্ছেন না। তবে টিকিট অন্য কোথাও কোনো পাওয়ার সুযোগ নেই।
নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এই স্টেশন থেকে যাতায়াত করা যাত্রীদের অভিযোগ, কালোবাজারেই বেশিরভাগ টিকিট বিক্রি হয়। নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুণ দামে টিকিট বিক্রি হয় কালোবাজারে। রেল স্টেশনের কর্মচারীরা এসব টিকিট কালোবাজারে বিক্রি করেন। তবে স্টেশনমাস্টার এস এম শওকত আলী জানান, কাউন্টার ছাড়া অন্য কোথাও কোনো টিকিট পাওয়ার সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে সৈয়দপুরে ট্রেনের টিকিটের চাহিদা সারাবছর ধরেই থাকে। এই উপজেলা ছাড়াও পাশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের যাত্রীরাও এই রুটে যাতায়াত করেন। এখান থেকে ঢাকা, খুলনা, রাজশাহী রুটে ৫টি আন্তনগর ও একটি মেইল ট্রেন চলাচল করে। প্রতিদিন এই স্টেশনে প্রতিদিন ২৩৩টি টিকিট বিক্রি হয়।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দপুর স্টেশনে ঘুরে দেখা গেছে, ঢাকাগামী আন্তনগর নীলসাগার এক্সপ্রেস ও রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। প্রতিটি লাইনেই প্রথম ৩০ জন যাত্রী টিকিট পাওয়ার পরই জানানো হয় টিকিট শেষ। এতে লাইনে দাঁড়ানো যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
ইমরান হোসেন নামের ঢাকাগামী আরেক যাত্রী বলেন, ‘কাউন্টের টিকিট পাইনি। এরপর স্টেশনের এক কর্মচারীর কাছ থেকে একজনের খোঁজ পাই। মোবাইল ফোনে কল দিয়ে ৫টি টিকিট চাইতেই দিতে ওই ব্যক্তি দিতে রাজি হয়ে যান। স্টেশনের পাশের সৈয়দপুর প্লাজা থেকে তিনি টিকিট সংগ্রহের কথা বলেন। প্রতিটি ৪০০ টাকার হলেও তিনি আমার কাছ থেকে ১ হাজার ১০০ টাকা রেখেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে সৈয়দপুর রেলস্টেশনের একজন কর্মকর্তা বলেন, এ স্টেশনে কালোবাজারির সঙ্গে তিনজন আরএনবি, দুজন বুকিং সহকারী ও স্টেশনের একজন কর্মকর্তা জড়িত আছেন। প্রতিদিন বরাদ্দের চার ভাগের তিন ভাগই টিকিট কালোবাজারিতে যায়। প্রতিটি টিকিট থেকে যদি গড়ে ১০০ টাকাও বেশি নেওয়া হয়, তাহলে প্রতিমাসে ৭ লাখ টাকা এই স্টেশন থেকেই কালোবাজারিরা হাতিয়ে নেয়।
স্টেশনমাস্টার এস এম শওকত আলী বলেন, একটি টিকিটের বিপরীতে ৫০ থেকে ৬০ জনের চাহিদা থাকে। তাই লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকিট পাচ্ছেন না। তবে টিকিট অন্য কোথাও কোনো পাওয়ার সুযোগ নেই।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫