Ajker Patrika

খুলনা রেলস্টেশনে ইটপাটকেল নিক্ষেপ, দরজার গ্লাস ভাঙচুর

খুলনা প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৪: ৫৬
খুলনা রেলস্টেশনে ইটপাটকেল নিক্ষেপ, দরজার গ্লাস ভাঙচুর

গণসমাবেশকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলে দরজার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিন রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, বিপুলসংখ্যক পুলিশ রেলস্টেশন এলাকায় অবস্থান নিয়েছে। বিপরীত দিকে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।

এ বিষয়ে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ান সমাবেশে আগত বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা রেলস্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। এ খবরে তাঁরা আরও উত্তেজিত হয়ে ওঠেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলস্টেশন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত