রেলের কোচে ইতিহাস
উত্তরবঙ্গে শীতের দিনগুলো একটু বেশি ধূসর। রেলের শহর সৈয়দপুরে এই ধূসর রং ম্লান করে দিচ্ছে একটি রেল কোচ। পুরো শরীরে উজ্জ্বল রং মেখে সেটি দাঁড়িয়ে আছে সৈয়দপুর স্টেশনে। বিভিন্ন বয়সী মানুষ ভিড় করে দেখছেন সেটি। কেউ তুলছেন সেলফি, কেউ সেই কোচটিকে প্রেক্ষাপটে রেখে তুলছেন দলীয় ছবি। কেউবা কোচের ভেতরে ঢুকে দেখছেন