Ajker Patrika

নারী বক্সার লাবনীর সাহসিকতার দৃষ্টান্ত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
নারী বক্সার লাবনীর সাহসিকতার দৃষ্টান্ত

ময়মনসিংহ থেকে ঢাকায় আসছিলেন নারী বক্সার লাবনী আক্তার। পথে গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে তাঁর মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিলের একজন। পরে তিনি ধাওয়া করে ধরে ছিনতাইকারীকে পুলিশে দিয়েছেন।

গতকাল সোমবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নারী বক্সার লাবনী আক্তার ময়মনসিংহের বাসিন্দা। ধরিয়ে দেওয়া কালু (১৫) নামের ওই ছিনতাইকারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। কালু ময়মনসিংহের মুক্তাগাছা থানার আজমতপুর গ্রামের বাসিন্দা।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ বলেন, ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন নারী বক্সার লাবনী আক্তার। দুপুরে ট্রেনটি টঙ্গী স্টেশন পৌঁছালে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করেন কালু। এ সময় ট্রেন থেকে নেমে ফোনসহ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন ওই নারী বক্সার। এ ঘটনায় কালুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লাবনী আক্তার বলেন, ‘আমি একজন কিক বক্সিং খেলোয়াড়। ময়মনসিংহ থেকে ঢাকায় কিক বক্সিং ফেডারেশনে যাচ্ছিলাম। ট্রেনটি টঙ্গী স্টেশন এলাকায় পৌঁছালে এক ছিনতাইকারী আমার ফোন ছিনিয়ে নিয়ে যান। পরে তাঁকে ধরে পুলিশে দিই। সবাই যদি সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন, তাহলে ছিনতাইয়ের ঘটনা অনেকটাই কমে আসবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত