তবু সতর্ক হয়েই খেলতে নামছে রিয়াল
রেড বুল অ্যারেনায় রিয়াল মাদ্রিদের জেতার জন্য কী করেনি আরবি লাইপজিগ! সবই করেছে। বল পজেশনে রিয়ালের সঙ্গে পাল্লা দিয়েছে। গোলে রিয়ালের ৩ শটের বিপরীতে লাইপজিগ শট নিয়েছে ৯ টি, যা নকআউট পর্বে লাইপজিগের সর্বোচ্চ। ২০২২ ফাইনালের পর রিয়ালের গোলে যা যে কোনো দলের সর্বোচ্চও। তারপরও ঘরের মাঠে জিততে পারেনি লাইপজিগ।