চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চ্যাম্পিয়ন হওয়ার কেমন সম্ভাবনা দেখছেন আনচেলত্তি
কোনো মৌসুম দুর্দান্তভাবে শুরু করা রিয়াল মাদ্রিদ যেন দারুণ এক অভ্যাসে পরিণত করে ফেলেছে। ২০২৩-২৪ মৌসুমেও সেটার ব্যতিক্রম হয়নি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে—সব জায়গাতেই তারা খেলছে দাপটের সঙ্গে। রিয়ালের সঙ্গে বার্সেলোনারও লড়াই চলছে সমানে সমানে।