ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে