ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে