রেকর্ডটা যে আঁতোয়ান গ্রিজম্যান নিজের করে নেবেন তা জানাই ছিল। আতলেতিকো মাদ্রিদের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিতে ফরাসি ফরোয়ার্ডের একটি মাত্র গোলই প্রয়োজন ছিল। আর সেটা দুর্দান্ত এক মঞ্চেই করলেন তিনি।
মাদ্রিদ ডার্বির রোমাঞ্চকর এক ম্যাচে রেকর্ডটা গড়লেন গ্রিজম্যান। ৩৭ মিনিটে করা গোলেই ইতিহাস গড়লেন তিনি। লুইস আরাগোনাসকে টপকে আতলেতিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। তাঁর পূর্বসূরি স্পেন মিডফিল্ডারের গোল ১৭৩টি।
রেকর্ড গড়লেও রাতটা স্মরণীয় করে রাখা হয়নি গ্রিজম্যানের। স্প্যানিশ সুপার কাপে দল যে জিততে পারেনি। সেমিফাইনালে তাদের ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অথচ সৌদি আরবে আতলেতিকোর শুরুটা দুর্দান্ত হয়েছিল।
আল আওয়াল স্টেডিয়ামে দুইবার ম্যাচে এগিয়ে গিয়েছিল আতলেতিকো। কিন্তু জয় ভাগ্য ছিল না তাদের কপালে। ৮ ম্যাচের গোল উৎসবের শুরুটা হয় হেডে হেডে। মারিও হেরমোসের হেডে ৬ মিনিটের সময় আতলেতিকো এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই গোল শোধ করে রিয়াল। রিয়ালের ২০ মিনিটে শোধ দেওয়া গোলটিও ছিল হেডে। গোলটি আসে লস ব্ল্যাঙ্কোসদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের কপাল থেকে।
ম্যাচের ২৯ মিনিটে এবার এগিয়ে যায় রিয়াল। ফেরলাঁ মেন্দির গোলে। তবে গোল শোধ দিতে সময় নেয়নি আতলেতিকো। ৩৭ মিনিটে দলকে সমতাসূচক গোলটি এনে দেন সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া গ্রিজম্যান। বিরতির পর লস ব্ল্যাঙ্কোসদের ডিফেন্ডার রুডিগার ভুল করে বসলে আবারও এগিয়ে যায় আতলেতিকো। ৭৮ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ম্যাচ হারার শঙ্কায় পড়ে যায় রিয়াল।
তবে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে রিয়ালকে বাঁচিয়ে দেন দানি কারভাহাল। ডিফেন্ডারের গোলে রিয়াল শুধু ম্যাচেই সমতা আনেনি ফাইনালে ওঠার রসদও পায়। নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ গোলে শেষ হলে অতিরিক্ত সময়ে যায় সেমিফাইনাল। পরের ৩০ মিনিটের গল্পটি শুধুই রিয়ালের। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ২ গোল করে ম্যাচ জিতে যায় রিয়াল। চতুর্থ গোলটিতে অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডার স্টেফান সাভিচের ভুলে। কারভাহালের ক্রস বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি।
আর ম্যাচের শেষ গোলটি আসে নাটকীয়তার মধ্যে দিয়ে। শেষ মুহূর্তে আতলেতিকো কর্নার পেলে দলকে সমতায় ফেরাতে গোলরক্ষক ইয়ান ওবলাকও ছুটে যান রিয়ালে ডি বক্সে। সেই কর্নার থেকেই ফিরতি আক্রমণে ফাঁকা গোলবারে গোল করেন রিয়াল ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। তাঁর গোলের মধ্যে দিয়ে ম্যাচের শেষ বাঁশিও বাজিয়ে দেন রেফারি।
সেমির অপর ম্যাচে বার্সেলোনা-ওসাসুনা মুখোমুখি হবে। যে দল জিতবে তাদের সঙ্গে ফাইনালে লড়বে রিয়াল। ম্যাচটি হবে আগামী রোববার।
রেকর্ডটা যে আঁতোয়ান গ্রিজম্যান নিজের করে নেবেন তা জানাই ছিল। আতলেতিকো মাদ্রিদের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিতে ফরাসি ফরোয়ার্ডের একটি মাত্র গোলই প্রয়োজন ছিল। আর সেটা দুর্দান্ত এক মঞ্চেই করলেন তিনি।
মাদ্রিদ ডার্বির রোমাঞ্চকর এক ম্যাচে রেকর্ডটা গড়লেন গ্রিজম্যান। ৩৭ মিনিটে করা গোলেই ইতিহাস গড়লেন তিনি। লুইস আরাগোনাসকে টপকে আতলেতিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। তাঁর পূর্বসূরি স্পেন মিডফিল্ডারের গোল ১৭৩টি।
রেকর্ড গড়লেও রাতটা স্মরণীয় করে রাখা হয়নি গ্রিজম্যানের। স্প্যানিশ সুপার কাপে দল যে জিততে পারেনি। সেমিফাইনালে তাদের ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অথচ সৌদি আরবে আতলেতিকোর শুরুটা দুর্দান্ত হয়েছিল।
আল আওয়াল স্টেডিয়ামে দুইবার ম্যাচে এগিয়ে গিয়েছিল আতলেতিকো। কিন্তু জয় ভাগ্য ছিল না তাদের কপালে। ৮ ম্যাচের গোল উৎসবের শুরুটা হয় হেডে হেডে। মারিও হেরমোসের হেডে ৬ মিনিটের সময় আতলেতিকো এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই গোল শোধ করে রিয়াল। রিয়ালের ২০ মিনিটে শোধ দেওয়া গোলটিও ছিল হেডে। গোলটি আসে লস ব্ল্যাঙ্কোসদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের কপাল থেকে।
ম্যাচের ২৯ মিনিটে এবার এগিয়ে যায় রিয়াল। ফেরলাঁ মেন্দির গোলে। তবে গোল শোধ দিতে সময় নেয়নি আতলেতিকো। ৩৭ মিনিটে দলকে সমতাসূচক গোলটি এনে দেন সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া গ্রিজম্যান। বিরতির পর লস ব্ল্যাঙ্কোসদের ডিফেন্ডার রুডিগার ভুল করে বসলে আবারও এগিয়ে যায় আতলেতিকো। ৭৮ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ম্যাচ হারার শঙ্কায় পড়ে যায় রিয়াল।
তবে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে রিয়ালকে বাঁচিয়ে দেন দানি কারভাহাল। ডিফেন্ডারের গোলে রিয়াল শুধু ম্যাচেই সমতা আনেনি ফাইনালে ওঠার রসদও পায়। নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ গোলে শেষ হলে অতিরিক্ত সময়ে যায় সেমিফাইনাল। পরের ৩০ মিনিটের গল্পটি শুধুই রিয়ালের। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ২ গোল করে ম্যাচ জিতে যায় রিয়াল। চতুর্থ গোলটিতে অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডার স্টেফান সাভিচের ভুলে। কারভাহালের ক্রস বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি।
আর ম্যাচের শেষ গোলটি আসে নাটকীয়তার মধ্যে দিয়ে। শেষ মুহূর্তে আতলেতিকো কর্নার পেলে দলকে সমতায় ফেরাতে গোলরক্ষক ইয়ান ওবলাকও ছুটে যান রিয়ালে ডি বক্সে। সেই কর্নার থেকেই ফিরতি আক্রমণে ফাঁকা গোলবারে গোল করেন রিয়াল ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। তাঁর গোলের মধ্যে দিয়ে ম্যাচের শেষ বাঁশিও বাজিয়ে দেন রেফারি।
সেমির অপর ম্যাচে বার্সেলোনা-ওসাসুনা মুখোমুখি হবে। যে দল জিতবে তাদের সঙ্গে ফাইনালে লড়বে রিয়াল। ম্যাচটি হবে আগামী রোববার।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৬ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে