ক্রীড়া ডেস্ক
রেকর্ডটা যে আঁতোয়ান গ্রিজম্যান নিজের করে নেবেন তা জানাই ছিল। আতলেতিকো মাদ্রিদের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিতে ফরাসি ফরোয়ার্ডের একটি মাত্র গোলই প্রয়োজন ছিল। আর সেটা দুর্দান্ত এক মঞ্চেই করলেন তিনি।
মাদ্রিদ ডার্বির রোমাঞ্চকর এক ম্যাচে রেকর্ডটা গড়লেন গ্রিজম্যান। ৩৭ মিনিটে করা গোলেই ইতিহাস গড়লেন তিনি। লুইস আরাগোনাসকে টপকে আতলেতিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। তাঁর পূর্বসূরি স্পেন মিডফিল্ডারের গোল ১৭৩টি।
রেকর্ড গড়লেও রাতটা স্মরণীয় করে রাখা হয়নি গ্রিজম্যানের। স্প্যানিশ সুপার কাপে দল যে জিততে পারেনি। সেমিফাইনালে তাদের ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অথচ সৌদি আরবে আতলেতিকোর শুরুটা দুর্দান্ত হয়েছিল।
আল আওয়াল স্টেডিয়ামে দুইবার ম্যাচে এগিয়ে গিয়েছিল আতলেতিকো। কিন্তু জয় ভাগ্য ছিল না তাদের কপালে। ৮ ম্যাচের গোল উৎসবের শুরুটা হয় হেডে হেডে। মারিও হেরমোসের হেডে ৬ মিনিটের সময় আতলেতিকো এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই গোল শোধ করে রিয়াল। রিয়ালের ২০ মিনিটে শোধ দেওয়া গোলটিও ছিল হেডে। গোলটি আসে লস ব্ল্যাঙ্কোসদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের কপাল থেকে।
ম্যাচের ২৯ মিনিটে এবার এগিয়ে যায় রিয়াল। ফেরলাঁ মেন্দির গোলে। তবে গোল শোধ দিতে সময় নেয়নি আতলেতিকো। ৩৭ মিনিটে দলকে সমতাসূচক গোলটি এনে দেন সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া গ্রিজম্যান। বিরতির পর লস ব্ল্যাঙ্কোসদের ডিফেন্ডার রুডিগার ভুল করে বসলে আবারও এগিয়ে যায় আতলেতিকো। ৭৮ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ম্যাচ হারার শঙ্কায় পড়ে যায় রিয়াল।
তবে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে রিয়ালকে বাঁচিয়ে দেন দানি কারভাহাল। ডিফেন্ডারের গোলে রিয়াল শুধু ম্যাচেই সমতা আনেনি ফাইনালে ওঠার রসদও পায়। নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ গোলে শেষ হলে অতিরিক্ত সময়ে যায় সেমিফাইনাল। পরের ৩০ মিনিটের গল্পটি শুধুই রিয়ালের। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ২ গোল করে ম্যাচ জিতে যায় রিয়াল। চতুর্থ গোলটিতে অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডার স্টেফান সাভিচের ভুলে। কারভাহালের ক্রস বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি।
আর ম্যাচের শেষ গোলটি আসে নাটকীয়তার মধ্যে দিয়ে। শেষ মুহূর্তে আতলেতিকো কর্নার পেলে দলকে সমতায় ফেরাতে গোলরক্ষক ইয়ান ওবলাকও ছুটে যান রিয়ালে ডি বক্সে। সেই কর্নার থেকেই ফিরতি আক্রমণে ফাঁকা গোলবারে গোল করেন রিয়াল ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। তাঁর গোলের মধ্যে দিয়ে ম্যাচের শেষ বাঁশিও বাজিয়ে দেন রেফারি।
সেমির অপর ম্যাচে বার্সেলোনা-ওসাসুনা মুখোমুখি হবে। যে দল জিতবে তাদের সঙ্গে ফাইনালে লড়বে রিয়াল। ম্যাচটি হবে আগামী রোববার।
রেকর্ডটা যে আঁতোয়ান গ্রিজম্যান নিজের করে নেবেন তা জানাই ছিল। আতলেতিকো মাদ্রিদের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিতে ফরাসি ফরোয়ার্ডের একটি মাত্র গোলই প্রয়োজন ছিল। আর সেটা দুর্দান্ত এক মঞ্চেই করলেন তিনি।
মাদ্রিদ ডার্বির রোমাঞ্চকর এক ম্যাচে রেকর্ডটা গড়লেন গ্রিজম্যান। ৩৭ মিনিটে করা গোলেই ইতিহাস গড়লেন তিনি। লুইস আরাগোনাসকে টপকে আতলেতিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। তাঁর পূর্বসূরি স্পেন মিডফিল্ডারের গোল ১৭৩টি।
রেকর্ড গড়লেও রাতটা স্মরণীয় করে রাখা হয়নি গ্রিজম্যানের। স্প্যানিশ সুপার কাপে দল যে জিততে পারেনি। সেমিফাইনালে তাদের ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অথচ সৌদি আরবে আতলেতিকোর শুরুটা দুর্দান্ত হয়েছিল।
আল আওয়াল স্টেডিয়ামে দুইবার ম্যাচে এগিয়ে গিয়েছিল আতলেতিকো। কিন্তু জয় ভাগ্য ছিল না তাদের কপালে। ৮ ম্যাচের গোল উৎসবের শুরুটা হয় হেডে হেডে। মারিও হেরমোসের হেডে ৬ মিনিটের সময় আতলেতিকো এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই গোল শোধ করে রিয়াল। রিয়ালের ২০ মিনিটে শোধ দেওয়া গোলটিও ছিল হেডে। গোলটি আসে লস ব্ল্যাঙ্কোসদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের কপাল থেকে।
ম্যাচের ২৯ মিনিটে এবার এগিয়ে যায় রিয়াল। ফেরলাঁ মেন্দির গোলে। তবে গোল শোধ দিতে সময় নেয়নি আতলেতিকো। ৩৭ মিনিটে দলকে সমতাসূচক গোলটি এনে দেন সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া গ্রিজম্যান। বিরতির পর লস ব্ল্যাঙ্কোসদের ডিফেন্ডার রুডিগার ভুল করে বসলে আবারও এগিয়ে যায় আতলেতিকো। ৭৮ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ম্যাচ হারার শঙ্কায় পড়ে যায় রিয়াল।
তবে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে রিয়ালকে বাঁচিয়ে দেন দানি কারভাহাল। ডিফেন্ডারের গোলে রিয়াল শুধু ম্যাচেই সমতা আনেনি ফাইনালে ওঠার রসদও পায়। নির্ধারিত সময়ে ম্যাচ ৩-৩ গোলে শেষ হলে অতিরিক্ত সময়ে যায় সেমিফাইনাল। পরের ৩০ মিনিটের গল্পটি শুধুই রিয়ালের। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ২ গোল করে ম্যাচ জিতে যায় রিয়াল। চতুর্থ গোলটিতে অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডার স্টেফান সাভিচের ভুলে। কারভাহালের ক্রস বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি।
আর ম্যাচের শেষ গোলটি আসে নাটকীয়তার মধ্যে দিয়ে। শেষ মুহূর্তে আতলেতিকো কর্নার পেলে দলকে সমতায় ফেরাতে গোলরক্ষক ইয়ান ওবলাকও ছুটে যান রিয়ালে ডি বক্সে। সেই কর্নার থেকেই ফিরতি আক্রমণে ফাঁকা গোলবারে গোল করেন রিয়াল ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। তাঁর গোলের মধ্যে দিয়ে ম্যাচের শেষ বাঁশিও বাজিয়ে দেন রেফারি।
সেমির অপর ম্যাচে বার্সেলোনা-ওসাসুনা মুখোমুখি হবে। যে দল জিতবে তাদের সঙ্গে ফাইনালে লড়বে রিয়াল। ম্যাচটি হবে আগামী রোববার।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে