Ajker Patrika

মেসির ব্যালন ডি’অর জয়ে পিএসজির হাত, চলছে তদন্ত 

মেসির ব্যালন ডি’অর জয়ে পিএসজির হাত, চলছে তদন্ত 

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) শেষের দিকে সময়টা ভালো যায়নি লিওনেল মেসির। মাঠে নামলে দর্শকদের দুয়োধ্বনিসহ বিভিন্ন কারণে পরিবেশ বিষাক্ত হয়ে গিয়েছিল মেসির জন্য। সম্পর্কের টানাপোড়েনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে চলে গেছেন ৭-৮ মাস আগে। তবু পুরোনো ক্লাব সম্পর্কিত ঘটনা যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। 

বার্সেলোনার সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্ক শেষে ২০২১-এর আগস্টে মেসি গেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। সেই বছরের নভেম্বরে মেসি জেতেন ব্যালন ডি’অর। যা আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি’অর। ২ বছর আগের সেই ব্যালন ডি’অর জয়ে পিএসজির হাত ছিল বলে ফরাসি সংবাদমাধ্যমে জানা গেছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা মন্দের’ প্রকাশিত খবরে বলা হয়েছে, ফ্রান্সের জনপ্রিয় এক ফুটবল ম্যাগাজিনের প্রধান ছিলেন প্যাসকেল ফেরে। তিনি কয়েক মাস পরই পিএসজির যোগাযোগ কর্মকর্তা হয়েছিলেন। ফেরেকে নানাভাবে প্রভাবিত করা হয়েছে।

বিনিময়ে ফেরে পিএসজির ম্যাচ দেখার টিকিট পেয়েছিলেন ফেরে। এর মধ্যে রয়েছে দর্শকবিহীন স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২০২০-এর ম্যাচ। এছাড়াও কাতার এয়ারওয়েজের ৮৯৮৬ ইউরো মূল্যের বিজনেস ক্লাসের এক টিকিট রয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ১০ লাখ ৭৬ হাজার টাকা। যাতে করে মেসির ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে তিনি (ফেরে) তদবির করেন। 

ঘটনা প্রকাশ্যে এলে অবশ্য ফেরে তা (মেসির ব্যালন ডি’অরে তদবির) প্রত্যাখ্যান করেন। ফরাসি ফুটবল ম্যাগাজিনের সাবেক পরিচালক জানিয়েছেন যে ২০২২ সালে ব্যালন ডি’অর জয়ে মেসিকে মনোনয়ন দেওয়া হয়নি। আর আর্জেন্টাইন ফরোয়ার্ড যখন ২০২১ সালে ব্যালন ডি’অর জেতেন, ফেরে তখন ভোট দিয়েছিলেন রবার্ট লেভান্ডফস্কিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত