অবশেষে জল্পনার যেন অবসান হতে যাচ্ছে। আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দেখা যাবে কিলিয়ান এমবাপ্পেকে! এমনটাই জানাচ্ছেন ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর ক্রীড়া সাংবাদিক সান্তি আউনা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়টি জানিয়েছেন আউনা। তাঁর মতে, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেবে এমবাপ্পে। সম্প্রতি নাকি দুই পক্ষের একটি চুক্তিও হয়েছে এমনটিও জানিয়েছেন ফুট মেরকাতোর ক্রীড়া সংবাদিক।
শুধু আউনাই নন, আগামী মৌসুমে রিয়ালে এমবাপ্পের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। সামাজিক মাধ্যমে রোমানো জানিয়েছেন, ২০২৪ সালের গ্রীষ্মে ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে রিয়াল মাদ্রিদ এবং কিলিয়ান এমবাপ্পে একটি চুক্তিতে পৌঁছেছে। এমবাপ্পে-রিয়াল চুক্তি এক শ ভাগ সম্পন্ন।
দুই ক্রীড়া সাংবাদিকের কথা সত্যি হলে এমবাপ্পে-রিয়াল দুই পক্ষেরই স্বপ্ন পূরণ হবে। কেননা শৈশব থেকেই লস ব্ল্যাঙ্কোসে খেলার স্বপ্ন দেখে আসছেন ফরাসি ফরোয়ার্ড। আর রিয়ালও ২০১৯ সালে তাঁকে দলে ভেড়ানোর বিষয়ে প্রস্তাবও দিয়েছিল। ২০২২ সালের গ্রীষ্মে তো চুক্তি প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি বাড়ান ফ্রান্স অধিনায়ক।
এ বছরের জুনে এমবাপ্পের সেই চুক্তির মেয়াদ শেষ হবে। গত আগস্টে আবারও নতুন করে স্বদেশি ক্লাব প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। নতুন মৌসুমে স্বপ্নের ক্লাবে যাবেন বলেই হয়তো চুক্তি নবায়ন করেননি বিশ্বকাপজয়ী তারকা।
অবশেষে জল্পনার যেন অবসান হতে যাচ্ছে। আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে দেখা যাবে কিলিয়ান এমবাপ্পেকে! এমনটাই জানাচ্ছেন ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর ক্রীড়া সাংবাদিক সান্তি আউনা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়টি জানিয়েছেন আউনা। তাঁর মতে, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেবে এমবাপ্পে। সম্প্রতি নাকি দুই পক্ষের একটি চুক্তিও হয়েছে এমনটিও জানিয়েছেন ফুট মেরকাতোর ক্রীড়া সংবাদিক।
শুধু আউনাই নন, আগামী মৌসুমে রিয়ালে এমবাপ্পের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। সামাজিক মাধ্যমে রোমানো জানিয়েছেন, ২০২৪ সালের গ্রীষ্মে ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে রিয়াল মাদ্রিদ এবং কিলিয়ান এমবাপ্পে একটি চুক্তিতে পৌঁছেছে। এমবাপ্পে-রিয়াল চুক্তি এক শ ভাগ সম্পন্ন।
দুই ক্রীড়া সাংবাদিকের কথা সত্যি হলে এমবাপ্পে-রিয়াল দুই পক্ষেরই স্বপ্ন পূরণ হবে। কেননা শৈশব থেকেই লস ব্ল্যাঙ্কোসে খেলার স্বপ্ন দেখে আসছেন ফরাসি ফরোয়ার্ড। আর রিয়ালও ২০১৯ সালে তাঁকে দলে ভেড়ানোর বিষয়ে প্রস্তাবও দিয়েছিল। ২০২২ সালের গ্রীষ্মে তো চুক্তি প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি বাড়ান ফ্রান্স অধিনায়ক।
এ বছরের জুনে এমবাপ্পের সেই চুক্তির মেয়াদ শেষ হবে। গত আগস্টে আবারও নতুন করে স্বদেশি ক্লাব প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। নতুন মৌসুমে স্বপ্নের ক্লাবে যাবেন বলেই হয়তো চুক্তি নবায়ন করেননি বিশ্বকাপজয়ী তারকা।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে