মাদ্রিদ ডার্বিতে গোলবন্যা যেন এখন বেশ সাধারণ ব্যাপার হয়ে গেছে। রিয়াদের আল আওয়াল পার্ক থেকে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়াম—দুটি ভিন্ন ম্যাচে আট দিনের ব্যবধানে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচেই গড়ে গোল হয়েছে সাতটি।
১০ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল করেছিল ৫ গোল এবং আতলেতিকো ৩ গোল করেছিল। সেই ম্যাচের পর গত রাতে কোপা দেল রের শেষ ষোলোতে আবারও মুখোমুখি মাদ্রিদের দুই নগর প্রতিদ্বন্দ্বী। মেট্রোপলিটানো স্টেডিয়ামে এবার ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে আতলেতিকো জিতল ৪-২ গোলে।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে গত রাতে দুই মাদ্রিদের লড়াইটা হয়েছে সমানে সমানে। বল দখলের দিক থেকে অবশ্য কিঞ্চিৎ এগিয়ে ছিল রিয়াল। ৬০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট ছিল কার্লো আনচেলত্তির রিয়ালের। অন্যদিকে আতলেতিকো বল দখলে রেখেছিল ৪০ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ছিল ১২ টি। ৬ গোলের ম্যাচে প্রথমার্ধে যে ২ গোল হয়েছিল, সে দুটিই করে আতলেতিকো, যার মধ্যে একটি ছিল আত্মঘাতী। ৩৯ মিনিটে রদ্রিগো দি পলের ক্রস চলে যায় রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগারের কাছে। রুডিগারের ভুলের সুযোগে দুর্দান্ত ১ গোল করেন আতলেতিকো মিডফিল্ডার স্যামুয়েল লিনো। ঠিক ছয় মিনিট পর আতলেতিকো গোলরক্ষক জান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়ে এগিয়ে যায় আতলেতিকো। ৫৭ মিনিটে রিয়ালের রক্ষণদুর্গ ভেদ করে গোল করেন আতলেতিকো স্ট্রাইকার আলভারো মোরাতা। এরপর দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। যেখানে ৭৬ মিনিটে রদ্রিগো রিয়ালকে ফেরায় সমতায় ফিরিয়েছিলেনই। তবে গোলবারে লেগে তা ফেরত চলে আসে। এরপর ৮১ মিনিটে তৃতীয় গোল করার সুযোগ এসেছিল আতলেতিকোর কাছে। রিয়াল গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা দারুণভাবে সেভ করেছেন। ঠিক তার পরের মিনিটেই সমতায় ফেরে রিয়াল। ৮২ মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্টে দারুণ গোল করেন হোসেলু। ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে। যেখানে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটের সময় লিনোর বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো রিকুয়েলমে।
নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে আরও এক খেলোয়াড় পরিবর্তন করে আতলেতিকো। ৯৮ মিনিটে মোরাতার বদলি হিসেবে নামেন মেম্ফিস ডিপে। অতিরিক্ত সময়েই ২ গোল করে আতলেতিকো। ১০০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন আঁতোয়া গ্রিজমান। এরপর অতিরিক্ত সময়ের শেষ দিকে দুই বদলি ফুটবলারের জুটিতে গোল করেছে আতলেতিকো। ১১৯ মিনিটে ডিপাইর অ্যাসিস্টে গোল করেন রিকুয়েলমে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
অন্যদিকে কোপা দেল রের শেষ ষোলোর আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। রেইনা সোফিয়ায় ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ৪৫,৬৯ ও ৭৩ মিনিটে বার্সার গোল তিনটি করেন ফেরান তোরেস, জুলস কুন্দে ও আলেহান্দ্রো বলডে। ৩১ মিনিটে প্রথম গোল অবশ্য করেন ইউনিয়নিস্তানের আলভারো গোমেজ।
মাদ্রিদ ডার্বিতে গোলবন্যা যেন এখন বেশ সাধারণ ব্যাপার হয়ে গেছে। রিয়াদের আল আওয়াল পার্ক থেকে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়াম—দুটি ভিন্ন ম্যাচে আট দিনের ব্যবধানে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচেই গড়ে গোল হয়েছে সাতটি।
১০ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল করেছিল ৫ গোল এবং আতলেতিকো ৩ গোল করেছিল। সেই ম্যাচের পর গত রাতে কোপা দেল রের শেষ ষোলোতে আবারও মুখোমুখি মাদ্রিদের দুই নগর প্রতিদ্বন্দ্বী। মেট্রোপলিটানো স্টেডিয়ামে এবার ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে আতলেতিকো জিতল ৪-২ গোলে।
কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে গত রাতে দুই মাদ্রিদের লড়াইটা হয়েছে সমানে সমানে। বল দখলের দিক থেকে অবশ্য কিঞ্চিৎ এগিয়ে ছিল রিয়াল। ৬০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট ছিল কার্লো আনচেলত্তির রিয়ালের। অন্যদিকে আতলেতিকো বল দখলে রেখেছিল ৪০ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ছিল ১২ টি। ৬ গোলের ম্যাচে প্রথমার্ধে যে ২ গোল হয়েছিল, সে দুটিই করে আতলেতিকো, যার মধ্যে একটি ছিল আত্মঘাতী। ৩৯ মিনিটে রদ্রিগো দি পলের ক্রস চলে যায় রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগারের কাছে। রুডিগারের ভুলের সুযোগে দুর্দান্ত ১ গোল করেন আতলেতিকো মিডফিল্ডার স্যামুয়েল লিনো। ঠিক ছয় মিনিট পর আতলেতিকো গোলরক্ষক জান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়ে এগিয়ে যায় আতলেতিকো। ৫৭ মিনিটে রিয়ালের রক্ষণদুর্গ ভেদ করে গোল করেন আতলেতিকো স্ট্রাইকার আলভারো মোরাতা। এরপর দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। যেখানে ৭৬ মিনিটে রদ্রিগো রিয়ালকে ফেরায় সমতায় ফিরিয়েছিলেনই। তবে গোলবারে লেগে তা ফেরত চলে আসে। এরপর ৮১ মিনিটে তৃতীয় গোল করার সুযোগ এসেছিল আতলেতিকোর কাছে। রিয়াল গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা দারুণভাবে সেভ করেছেন। ঠিক তার পরের মিনিটেই সমতায় ফেরে রিয়াল। ৮২ মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্টে দারুণ গোল করেন হোসেলু। ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে। যেখানে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটের সময় লিনোর বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো রিকুয়েলমে।
নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে আরও এক খেলোয়াড় পরিবর্তন করে আতলেতিকো। ৯৮ মিনিটে মোরাতার বদলি হিসেবে নামেন মেম্ফিস ডিপে। অতিরিক্ত সময়েই ২ গোল করে আতলেতিকো। ১০০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন আঁতোয়া গ্রিজমান। এরপর অতিরিক্ত সময়ের শেষ দিকে দুই বদলি ফুটবলারের জুটিতে গোল করেছে আতলেতিকো। ১১৯ মিনিটে ডিপাইর অ্যাসিস্টে গোল করেন রিকুয়েলমে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
অন্যদিকে কোপা দেল রের শেষ ষোলোর আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। রেইনা সোফিয়ায় ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ৪৫,৬৯ ও ৭৩ মিনিটে বার্সার গোল তিনটি করেন ফেরান তোরেস, জুলস কুন্দে ও আলেহান্দ্রো বলডে। ৩১ মিনিটে প্রথম গোল অবশ্য করেন ইউনিয়নিস্তানের আলভারো গোমেজ।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে