ক্রীড়া ডেস্ক
তাহলে কি কিলিয়ান এমবাপ্পে শেষ পর্যন্ত মাদ্রিদেই যাচ্ছেন? এ আর এমন কী নতুন খবর! গত দুই মৌসুম ধরেই তো পিএসজি ছেড়ে তাঁর রিয়ালে যাওয়ার গুঞ্জন চলছে। কিন্তু গেলেন আর কই! উল্টো গত মৌসুমে এক বছরের চুক্তি নবায়ন করে পার্ক দে প্রিন্সেসের সবচেয়ে ‘ক্ষমতাবান’ হয়ে ওঠেন। সেই চুক্তি আগামী জুনেই শেষ হচ্ছে।
তিন দিন আগে এমবাপ্পে রিয়াল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে প্যারিস ছাড়বেন। তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে মাদ্রিদের নাম শোনা যাচ্ছে বটে, তবে যাবেন কিনা সেটিও অনিশ্চিত। কারণ, জোর আগ্রহ দেখালেও গত মৌসুমে লস ব্লাঙ্কোসরা পরে আর চুক্তির পথে হাঁটেনি। অনেক দেন-দরবারের পর এমবাপ্পে চুক্তি বাড়িয়ে থেকে যান প্যারিসেই। তাঁকে ফ্রি এজেন্ট হিসেবে পেতেই যে রিয়ালের এমন পিছু হটা, সেটি পরিষ্কার। আর এবারও ফরাসি ফরোয়ার্ডকে ধরে রাখতে নতুন কোনো টোপ ফেলে কিনা লিগ আঁ চ্যাম্পিয়নরা, সেটির দিকে তাকিয়ে সবাই।
তবে এমবাপ্পের আবারও রিয়ালে আসার গুঞ্জন শুনে মাদ্রিদবাসীর মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কাও গত পরশু লিখেছে, ‘ক্ষণ গণনা শুরু’। তাদের বরাতে মাদ্রিদ ইউনিভার্সাল নামে এক ওয়েবসাইট জানিয়েছে, এমবাপ্পে ও রিয়ালের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। ক্লাবটির প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেজ ও ফরাসি তারকার মা ফায়জা লামারি বর্তমানে চুক্তির চূড়ান্তের বিষয়ে নিয়ে আলোচনা করছেন।
এমবাপ্পের সিদ্ধান্ত নিয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি পিএসজি। মুখ খোলেননি কোচ লুইস এনরিকেও। গত পরশু এ নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পিএসজি কোচের সরাসরি উত্তর, ‘এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’ তবে আজ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পের আসার প্রসঙ্গে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি, ‘আমি বুঝতে পারছি, এটি আজকের জন্য আপনার আলোচনার বিষয়, তবে আমাদের জন্য নয়। আমাদের জন্য হলো আগামীকালের (আজ) ম্যাচ।’
এরই মধ্যে এএফপি বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের বরাতে জানিয়েছে, ২০২২ সালে এমবাপ্পেকে যে চুক্তির প্রস্তাব দিয়েছিল রিয়াল সেই টাকার অঙ্ক এবার কম। তবে মিডিয়া কোম্পানি কাদেন সার জানিয়েছে, এক মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো চাইছেন এমবাপ্পে এবং সাইনিং-বোনাসসহ সহ ১২০ মিলিয়ন ইউরো।
ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের সঙ্গে জুটি বাঁধতে আগামী ১ জুলাই সান্তিয়াগো বার্নাব্যুতে আসার সম্ভাবনা রয়েছে এমবাপ্পের। ফরাসি তারকা এলে রদ্রিগোকে বিদায় বলতে হতে পারে মাদ্রিদবাসীকে। মাদ্রিদে ভিনি-বেলিংহাম-এমবাপ্পে যুগ দেখতে উন্মুখ আছেন রিয়াল সমর্থকেরা। সেটি নিয়ে রিয়াল মাদ্রিদ ক্লাব সমর্থক ফেডারেশনের সভাপতি লুইস কাসারেসের মন্তব্য, ‘এটাই যথার্থ হবে।’
গত জুনে রিয়াল সমর্থকেরা এমবাপ্পেকে আনতে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধরেছিলেন। সে সময় পেরেজ তাদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘হ্যাঁ, তবে এ বছর নয়’। তবে কি এ বছরই বিখ্যাত সুইডিশ রক ব্যান্ড ইউরোপের ‘ফাইনাল কাউন্ট ডাউন’ গানের সঙ্গে গলা মিলিয়ে গাওয়া শুরু কবে মাদ্রিদিস্তাসরা? অবশ্য স্প্যানিশ পত্রিকা এএস জানয়ে দিয়েছে, মাদ্রিদ ‘চুপ’ থাকবে, যত দিন না দুই দলের চ্যাম্পিয়নস লিগ অভিযান চলে। এমবাপ্পের এখনো এই ট্রফি জেতা হয়নি। সেট যদি পিএসজির হয়ে জিতে যান এবার, তবে দৃশ্যপটে পরিবর্তন আসতেও পারে।
তাহলে কি কিলিয়ান এমবাপ্পে শেষ পর্যন্ত মাদ্রিদেই যাচ্ছেন? এ আর এমন কী নতুন খবর! গত দুই মৌসুম ধরেই তো পিএসজি ছেড়ে তাঁর রিয়ালে যাওয়ার গুঞ্জন চলছে। কিন্তু গেলেন আর কই! উল্টো গত মৌসুমে এক বছরের চুক্তি নবায়ন করে পার্ক দে প্রিন্সেসের সবচেয়ে ‘ক্ষমতাবান’ হয়ে ওঠেন। সেই চুক্তি আগামী জুনেই শেষ হচ্ছে।
তিন দিন আগে এমবাপ্পে রিয়াল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে প্যারিস ছাড়বেন। তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে মাদ্রিদের নাম শোনা যাচ্ছে বটে, তবে যাবেন কিনা সেটিও অনিশ্চিত। কারণ, জোর আগ্রহ দেখালেও গত মৌসুমে লস ব্লাঙ্কোসরা পরে আর চুক্তির পথে হাঁটেনি। অনেক দেন-দরবারের পর এমবাপ্পে চুক্তি বাড়িয়ে থেকে যান প্যারিসেই। তাঁকে ফ্রি এজেন্ট হিসেবে পেতেই যে রিয়ালের এমন পিছু হটা, সেটি পরিষ্কার। আর এবারও ফরাসি ফরোয়ার্ডকে ধরে রাখতে নতুন কোনো টোপ ফেলে কিনা লিগ আঁ চ্যাম্পিয়নরা, সেটির দিকে তাকিয়ে সবাই।
তবে এমবাপ্পের আবারও রিয়ালে আসার গুঞ্জন শুনে মাদ্রিদবাসীর মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কাও গত পরশু লিখেছে, ‘ক্ষণ গণনা শুরু’। তাদের বরাতে মাদ্রিদ ইউনিভার্সাল নামে এক ওয়েবসাইট জানিয়েছে, এমবাপ্পে ও রিয়ালের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। ক্লাবটির প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেজ ও ফরাসি তারকার মা ফায়জা লামারি বর্তমানে চুক্তির চূড়ান্তের বিষয়ে নিয়ে আলোচনা করছেন।
এমবাপ্পের সিদ্ধান্ত নিয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি পিএসজি। মুখ খোলেননি কোচ লুইস এনরিকেও। গত পরশু এ নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পিএসজি কোচের সরাসরি উত্তর, ‘এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’ তবে আজ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পের আসার প্রসঙ্গে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি, ‘আমি বুঝতে পারছি, এটি আজকের জন্য আপনার আলোচনার বিষয়, তবে আমাদের জন্য নয়। আমাদের জন্য হলো আগামীকালের (আজ) ম্যাচ।’
এরই মধ্যে এএফপি বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের বরাতে জানিয়েছে, ২০২২ সালে এমবাপ্পেকে যে চুক্তির প্রস্তাব দিয়েছিল রিয়াল সেই টাকার অঙ্ক এবার কম। তবে মিডিয়া কোম্পানি কাদেন সার জানিয়েছে, এক মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো চাইছেন এমবাপ্পে এবং সাইনিং-বোনাসসহ সহ ১২০ মিলিয়ন ইউরো।
ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের সঙ্গে জুটি বাঁধতে আগামী ১ জুলাই সান্তিয়াগো বার্নাব্যুতে আসার সম্ভাবনা রয়েছে এমবাপ্পের। ফরাসি তারকা এলে রদ্রিগোকে বিদায় বলতে হতে পারে মাদ্রিদবাসীকে। মাদ্রিদে ভিনি-বেলিংহাম-এমবাপ্পে যুগ দেখতে উন্মুখ আছেন রিয়াল সমর্থকেরা। সেটি নিয়ে রিয়াল মাদ্রিদ ক্লাব সমর্থক ফেডারেশনের সভাপতি লুইস কাসারেসের মন্তব্য, ‘এটাই যথার্থ হবে।’
গত জুনে রিয়াল সমর্থকেরা এমবাপ্পেকে আনতে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধরেছিলেন। সে সময় পেরেজ তাদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘হ্যাঁ, তবে এ বছর নয়’। তবে কি এ বছরই বিখ্যাত সুইডিশ রক ব্যান্ড ইউরোপের ‘ফাইনাল কাউন্ট ডাউন’ গানের সঙ্গে গলা মিলিয়ে গাওয়া শুরু কবে মাদ্রিদিস্তাসরা? অবশ্য স্প্যানিশ পত্রিকা এএস জানয়ে দিয়েছে, মাদ্রিদ ‘চুপ’ থাকবে, যত দিন না দুই দলের চ্যাম্পিয়নস লিগ অভিযান চলে। এমবাপ্পের এখনো এই ট্রফি জেতা হয়নি। সেট যদি পিএসজির হয়ে জিতে যান এবার, তবে দৃশ্যপটে পরিবর্তন আসতেও পারে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে