প্রথমার্ধেই ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিক। ম্যাচটা যেন তখনই হাতছাড়া হয়ে যায় বার্সেলোনার। রিয়াল মাদ্রিদও চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে উড়িয়ে জিতেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
ম্যাচের মাত্র ১০ মিনিটে দুই গোল করে বসেন ভিনি। সৌদি আরবের রিয়াদের ফাইনালে কার্লো আনচেলত্তির শিষ্যরাও ম্যাচটি তখনই নিয়ে নেয় নিজেদের নিয়ন্ত্রণে। ৩৩ মিনিটে রবার্ট লেভানডফস্কি দুর্দান্ত ভলিতে একটি গোল শোধ করে ম্যাচে ফেরাতে চেয়েছিলেন বার্সাকে।
কিন্তু এর ৬ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। প্রথমার্ধের ছন্নছাড়া অবস্থাটা দ্বিতীয়ার্ধে কিছুটা কাটিয়ে উঠেছিল জাভির দল। কিন্তু ৬৪ মিনিটে রিয়ালের ব্যবধানটা ৪-১ করেন ভিনির ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো। বার্সার ম্যাচে ফেরার চিন্তা দূরে থাক, ৭৭ মিনিটে রোনাল্ড আরাউ লাল কার্ড দেখায় উল্টো বাকি সময় গোলপোস্ট সামলে হারের ব্যবধানটা বাড়াতে দেয়নি।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে গত নভেম্বরে মাঠে ফেরেন ভিনি। বছরের প্রথম এল ক্লাসিকোতে ৭ মিনিটে নিজের প্রথম গোলটি করে তিনি ‘সিউ’ উদ্যাপনে মনে করিয়ে দেন সাবেক রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ উইঙ্গারের বর্তমান আবাস যে রিয়াদেই! আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। এই উদ্যাপনের প্রসঙ্গে ভিনি বলেন, ‘এই উদ্যাপন উৎসর্গ করছি ক্রিস্টিয়ানো রোনালদোকে। কারণ তিনি আমার আইডল এবং তিনি এখন এখানে খেলছেন।’ জালের দেখা না পেলেও রিয়ালের প্রথম গোলে বড় অবদান জুড বেলিংহামের। বার্সা হাইলাইন ফুটবলের ফাঁক দিয়ে ভিনিকে বল পাঠান তিনি।
গত বছর সুপার কাপে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার যেন তারই শোধ তুলল রিয়াল। এ নিয়ে তাদের সুপার কাপের সংখ্যা দাঁড়াল ১৩। এ টুর্নামেন্টের ১৪ শিরোপা নিয়ে শুধু তাদের ওপরে বার্সাই। সেই সঙ্গে কোচ হিসেবে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন আনচেলত্তি। রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ শিরোপা জিতে তিনি পাশে বসলেন জিনেদিন জিদানের।
রিয়াদে বিধ্বস্ত হয়ে হতাশ জাভি। বার্সা কোচ ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ক্ষুধার্ত রিয়ালকে দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখার ব্যাপারে। তবে এমন হারের পর ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জাভি বলেন, ‘এমন ম্যাচের জন্য আমাদের যে লেভেলের খেলার দরকার ছিল সেটি দেখাতে পারিনি। আমরা আমাদের খারাপ খেলাটা খেলেছি। যেকোনো জায়গায় আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম না। মাদ্রিদ কাউন্টারে আমাদের আঘাত হেনেছে। আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি কারণ, আমাদের পক্ষে প্রতিযোগিতা করা কঠিন ছিল এবং আমরা আমাদের সবচেয়ে বাজে খেলাটা খেলেছি।’
প্রথমার্ধেই ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিক। ম্যাচটা যেন তখনই হাতছাড়া হয়ে যায় বার্সেলোনার। রিয়াল মাদ্রিদও চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে উড়িয়ে জিতেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
ম্যাচের মাত্র ১০ মিনিটে দুই গোল করে বসেন ভিনি। সৌদি আরবের রিয়াদের ফাইনালে কার্লো আনচেলত্তির শিষ্যরাও ম্যাচটি তখনই নিয়ে নেয় নিজেদের নিয়ন্ত্রণে। ৩৩ মিনিটে রবার্ট লেভানডফস্কি দুর্দান্ত ভলিতে একটি গোল শোধ করে ম্যাচে ফেরাতে চেয়েছিলেন বার্সাকে।
কিন্তু এর ৬ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। প্রথমার্ধের ছন্নছাড়া অবস্থাটা দ্বিতীয়ার্ধে কিছুটা কাটিয়ে উঠেছিল জাভির দল। কিন্তু ৬৪ মিনিটে রিয়ালের ব্যবধানটা ৪-১ করেন ভিনির ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো। বার্সার ম্যাচে ফেরার চিন্তা দূরে থাক, ৭৭ মিনিটে রোনাল্ড আরাউ লাল কার্ড দেখায় উল্টো বাকি সময় গোলপোস্ট সামলে হারের ব্যবধানটা বাড়াতে দেয়নি।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে গত নভেম্বরে মাঠে ফেরেন ভিনি। বছরের প্রথম এল ক্লাসিকোতে ৭ মিনিটে নিজের প্রথম গোলটি করে তিনি ‘সিউ’ উদ্যাপনে মনে করিয়ে দেন সাবেক রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ উইঙ্গারের বর্তমান আবাস যে রিয়াদেই! আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। এই উদ্যাপনের প্রসঙ্গে ভিনি বলেন, ‘এই উদ্যাপন উৎসর্গ করছি ক্রিস্টিয়ানো রোনালদোকে। কারণ তিনি আমার আইডল এবং তিনি এখন এখানে খেলছেন।’ জালের দেখা না পেলেও রিয়ালের প্রথম গোলে বড় অবদান জুড বেলিংহামের। বার্সা হাইলাইন ফুটবলের ফাঁক দিয়ে ভিনিকে বল পাঠান তিনি।
গত বছর সুপার কাপে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার যেন তারই শোধ তুলল রিয়াল। এ নিয়ে তাদের সুপার কাপের সংখ্যা দাঁড়াল ১৩। এ টুর্নামেন্টের ১৪ শিরোপা নিয়ে শুধু তাদের ওপরে বার্সাই। সেই সঙ্গে কোচ হিসেবে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন আনচেলত্তি। রিয়ালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ শিরোপা জিতে তিনি পাশে বসলেন জিনেদিন জিদানের।
রিয়াদে বিধ্বস্ত হয়ে হতাশ জাভি। বার্সা কোচ ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ক্ষুধার্ত রিয়ালকে দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখার ব্যাপারে। তবে এমন হারের পর ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জাভি বলেন, ‘এমন ম্যাচের জন্য আমাদের যে লেভেলের খেলার দরকার ছিল সেটি দেখাতে পারিনি। আমরা আমাদের খারাপ খেলাটা খেলেছি। যেকোনো জায়গায় আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম না। মাদ্রিদ কাউন্টারে আমাদের আঘাত হেনেছে। আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি কারণ, আমাদের পক্ষে প্রতিযোগিতা করা কঠিন ছিল এবং আমরা আমাদের সবচেয়ে বাজে খেলাটা খেলেছি।’
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে