ক্রীড়া ডেস্ক
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার মধ্যেই সোনা জিতলেন ১ মিনিট ৫৩.৫৮ সেকেন্ড সময় নিয়ে।
এই ইভেন্টে ১ মিনিট ৫৪.৩০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের শাইন কাসাস। তৃতীয় হয়েছেন হাঙ্গেরির হুবার্ট কস। তিনি ১ মিনিট ৫৫.৩৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এটি মারশাঁর প্রথম সোনা। তবে ফরাসি এই সাঁতারুর আলোয় আসা ২০২৪ প্যারিস অলিম্পিকে। নিজ দেশের দর্শকদের সামনে অলিম্পিক গেমস সাঁতারে চারটি একক ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।
২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তিনি যে একটা কিছু করবেন, সেটা আগেই বোঝা যাচ্ছিল। ভালো অবস্থায় যে রয়েছেন, সেটি সেমিফাইনালেই জানান দিয়েছিলেন। কিন্তু এই ইভেন্টে টাইমিংটাকে যে এতটাই কমিয়ে আনবেন, সেটি কি ভাবতে পেরেছিলেন? একটা কিছু হবে, এমন উত্তেজনা নিয়ে রাত কেটেছে তাঁর। বললেন, ‘আগের দিন এত উত্তেজিত ছিলাম যে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। তাতে মনে হয়, অনেক শক্তি হারিয়েছি। তবে আমার লক্ষ্য ছিল রেকর্ড ভাঙা। আর সেটি হওয়ায় খুবই খুশি।’
বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় মারশাঁ ৪০০ মিটার মিডলেতেও অংশ নেবেন।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার মধ্যেই সোনা জিতলেন ১ মিনিট ৫৩.৫৮ সেকেন্ড সময় নিয়ে।
এই ইভেন্টে ১ মিনিট ৫৪.৩০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের শাইন কাসাস। তৃতীয় হয়েছেন হাঙ্গেরির হুবার্ট কস। তিনি ১ মিনিট ৫৫.৩৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এটি মারশাঁর প্রথম সোনা। তবে ফরাসি এই সাঁতারুর আলোয় আসা ২০২৪ প্যারিস অলিম্পিকে। নিজ দেশের দর্শকদের সামনে অলিম্পিক গেমস সাঁতারে চারটি একক ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।
২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তিনি যে একটা কিছু করবেন, সেটা আগেই বোঝা যাচ্ছিল। ভালো অবস্থায় যে রয়েছেন, সেটি সেমিফাইনালেই জানান দিয়েছিলেন। কিন্তু এই ইভেন্টে টাইমিংটাকে যে এতটাই কমিয়ে আনবেন, সেটি কি ভাবতে পেরেছিলেন? একটা কিছু হবে, এমন উত্তেজনা নিয়ে রাত কেটেছে তাঁর। বললেন, ‘আগের দিন এত উত্তেজিত ছিলাম যে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। তাতে মনে হয়, অনেক শক্তি হারিয়েছি। তবে আমার লক্ষ্য ছিল রেকর্ড ভাঙা। আর সেটি হওয়ায় খুবই খুশি।’
বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় মারশাঁ ৪০০ মিটার মিডলেতেও অংশ নেবেন।
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
৩১ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে