পুরোনো ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করিম বেনজেমার
একের পর এক পুরোনো খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করছে রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচ, থিবো কর্তোয়া, নাচো ফার্নান্দেজ, লুকাস ভাস্কেজ ও দানি কারভাহালদের পর এবার চুক্তি নবায়ন করল করিম বেনজেমার সঙ্গে। নতুন চুক্তি অনুযায়ী, আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকছেন এই ফরাসি স্ট্রাইকার।