Ajker Patrika

এমবাপ্পেকে নিয়ে উত্তেজিত রিয়ালের ড্রেসিংরুম! 

আপডেট : ২০ আগস্ট ২০২১, ১১: ২৫
এমবাপ্পেকে নিয়ে উত্তেজিত রিয়ালের ড্রেসিংরুম! 

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।

এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে। 

এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল। 

মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’ 

দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত