প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে।
এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল।
মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’
দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু।
প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে।
এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল।
মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’
দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৯ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১০ ঘণ্টা আগে