জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন শুরুর একাদশে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক ম্যাচে বদলি হিসেবেও নামানো হতো না তাঁকে। ক্ষোভে–অভিমানে গত বছর তাই মাদ্রিদ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ।
প্রিয় গুরু কার্লো আনচেলোত্তির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন এভারটনে। সেই আনচেলত্তি এভারটন ছেড়ে আবার রিয়ালের কোচ হওয়ায় এখন আর ইংলিশ ক্লাবটিতে মন বসছে না কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেসের।
এভারটনে এক বছর না কাটাতেই পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হামেস। সেটা এতটাই যে, পরের ম্যাচে এভারটনের প্রতিপক্ষ কে; তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর! আচরণ দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির হয়ে আর মাঠে নামার ইচ্ছে নেই ৩০ বছর বয়সী তারকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে এভারটন। আইসোলেশনে থাকায় ওই ম্যাচ খেলতে পারেননি হামেস।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। এ ম্যাচ খেলতে কোনো বাধা না থাকলেও হামেস গো ধরে বসে আছেন।
একটি লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে হামেস বলেছেন, ‘এ সপ্তাহে আমি আর নামছি না। হয়তো এই ক্লাবের হয়ে আর কখনো নয়। আমি তো ভিডিও গেমস খেলেই দিন পার করছি। কার বিপক্ষে খেলা তাও জানি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন পরের ম্যাচের প্রতিপক্ষ কে?’
স্পোর্টস মেইল জানাচ্ছে, হামেসকে কিনতে আগ্রহ দেখিয়েছে এফসি পোর্তো। ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ ক্লাবটি কলম্বিয়ান তারকাকে এত বেতন দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকেই যায়।
হামেসের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো উচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। বসে বসে খেয়েও এভারটনের থেকে সপ্তাহে ২ কোটি ৫৫ লাখ টাকা বেতন বুঝে নেন তিনি!
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন শুরুর একাদশে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক ম্যাচে বদলি হিসেবেও নামানো হতো না তাঁকে। ক্ষোভে–অভিমানে গত বছর তাই মাদ্রিদ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ।
প্রিয় গুরু কার্লো আনচেলোত্তির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন এভারটনে। সেই আনচেলত্তি এভারটন ছেড়ে আবার রিয়ালের কোচ হওয়ায় এখন আর ইংলিশ ক্লাবটিতে মন বসছে না কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেসের।
এভারটনে এক বছর না কাটাতেই পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হামেস। সেটা এতটাই যে, পরের ম্যাচে এভারটনের প্রতিপক্ষ কে; তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর! আচরণ দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির হয়ে আর মাঠে নামার ইচ্ছে নেই ৩০ বছর বয়সী তারকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে এভারটন। আইসোলেশনে থাকায় ওই ম্যাচ খেলতে পারেননি হামেস।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। এ ম্যাচ খেলতে কোনো বাধা না থাকলেও হামেস গো ধরে বসে আছেন।
একটি লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে হামেস বলেছেন, ‘এ সপ্তাহে আমি আর নামছি না। হয়তো এই ক্লাবের হয়ে আর কখনো নয়। আমি তো ভিডিও গেমস খেলেই দিন পার করছি। কার বিপক্ষে খেলা তাও জানি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন পরের ম্যাচের প্রতিপক্ষ কে?’
স্পোর্টস মেইল জানাচ্ছে, হামেসকে কিনতে আগ্রহ দেখিয়েছে এফসি পোর্তো। ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ ক্লাবটি কলম্বিয়ান তারকাকে এত বেতন দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকেই যায়।
হামেসের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো উচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। বসে বসে খেয়েও এভারটনের থেকে সপ্তাহে ২ কোটি ৫৫ লাখ টাকা বেতন বুঝে নেন তিনি!
বাংলাদেশ সফরে ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩৫ মিনিট আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে