জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন শুরুর একাদশে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক ম্যাচে বদলি হিসেবেও নামানো হতো না তাঁকে। ক্ষোভে–অভিমানে গত বছর তাই মাদ্রিদ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ।
প্রিয় গুরু কার্লো আনচেলোত্তির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন এভারটনে। সেই আনচেলত্তি এভারটন ছেড়ে আবার রিয়ালের কোচ হওয়ায় এখন আর ইংলিশ ক্লাবটিতে মন বসছে না কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেসের।
এভারটনে এক বছর না কাটাতেই পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হামেস। সেটা এতটাই যে, পরের ম্যাচে এভারটনের প্রতিপক্ষ কে; তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর! আচরণ দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির হয়ে আর মাঠে নামার ইচ্ছে নেই ৩০ বছর বয়সী তারকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে এভারটন। আইসোলেশনে থাকায় ওই ম্যাচ খেলতে পারেননি হামেস।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। এ ম্যাচ খেলতে কোনো বাধা না থাকলেও হামেস গো ধরে বসে আছেন।
একটি লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে হামেস বলেছেন, ‘এ সপ্তাহে আমি আর নামছি না। হয়তো এই ক্লাবের হয়ে আর কখনো নয়। আমি তো ভিডিও গেমস খেলেই দিন পার করছি। কার বিপক্ষে খেলা তাও জানি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন পরের ম্যাচের প্রতিপক্ষ কে?’
স্পোর্টস মেইল জানাচ্ছে, হামেসকে কিনতে আগ্রহ দেখিয়েছে এফসি পোর্তো। ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ ক্লাবটি কলম্বিয়ান তারকাকে এত বেতন দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকেই যায়।
হামেসের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো উচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। বসে বসে খেয়েও এভারটনের থেকে সপ্তাহে ২ কোটি ৫৫ লাখ টাকা বেতন বুঝে নেন তিনি!
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন শুরুর একাদশে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক ম্যাচে বদলি হিসেবেও নামানো হতো না তাঁকে। ক্ষোভে–অভিমানে গত বছর তাই মাদ্রিদ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ।
প্রিয় গুরু কার্লো আনচেলোত্তির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন এভারটনে। সেই আনচেলত্তি এভারটন ছেড়ে আবার রিয়ালের কোচ হওয়ায় এখন আর ইংলিশ ক্লাবটিতে মন বসছে না কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেসের।
এভারটনে এক বছর না কাটাতেই পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হামেস। সেটা এতটাই যে, পরের ম্যাচে এভারটনের প্রতিপক্ষ কে; তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর! আচরণ দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির হয়ে আর মাঠে নামার ইচ্ছে নেই ৩০ বছর বয়সী তারকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে এভারটন। আইসোলেশনে থাকায় ওই ম্যাচ খেলতে পারেননি হামেস।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। এ ম্যাচ খেলতে কোনো বাধা না থাকলেও হামেস গো ধরে বসে আছেন।
একটি লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে হামেস বলেছেন, ‘এ সপ্তাহে আমি আর নামছি না। হয়তো এই ক্লাবের হয়ে আর কখনো নয়। আমি তো ভিডিও গেমস খেলেই দিন পার করছি। কার বিপক্ষে খেলা তাও জানি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন পরের ম্যাচের প্রতিপক্ষ কে?’
স্পোর্টস মেইল জানাচ্ছে, হামেসকে কিনতে আগ্রহ দেখিয়েছে এফসি পোর্তো। ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ ক্লাবটি কলম্বিয়ান তারকাকে এত বেতন দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকেই যায়।
হামেসের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো উচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। বসে বসে খেয়েও এভারটনের থেকে সপ্তাহে ২ কোটি ৫৫ লাখ টাকা বেতন বুঝে নেন তিনি!
পাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে
১ ঘণ্টা আগেচলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার...
২ ঘণ্টা আগেপাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
৪ ঘণ্টা আগে