ক্রীড়া ডেস্ক, ঢাকা
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন শুরুর একাদশে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক ম্যাচে বদলি হিসেবেও নামানো হতো না তাঁকে। ক্ষোভে–অভিমানে গত বছর তাই মাদ্রিদ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ।
প্রিয় গুরু কার্লো আনচেলোত্তির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন এভারটনে। সেই আনচেলত্তি এভারটন ছেড়ে আবার রিয়ালের কোচ হওয়ায় এখন আর ইংলিশ ক্লাবটিতে মন বসছে না কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেসের।
এভারটনে এক বছর না কাটাতেই পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হামেস। সেটা এতটাই যে, পরের ম্যাচে এভারটনের প্রতিপক্ষ কে; তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর! আচরণ দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির হয়ে আর মাঠে নামার ইচ্ছে নেই ৩০ বছর বয়সী তারকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে এভারটন। আইসোলেশনে থাকায় ওই ম্যাচ খেলতে পারেননি হামেস।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। এ ম্যাচ খেলতে কোনো বাধা না থাকলেও হামেস গো ধরে বসে আছেন।
একটি লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে হামেস বলেছেন, ‘এ সপ্তাহে আমি আর নামছি না। হয়তো এই ক্লাবের হয়ে আর কখনো নয়। আমি তো ভিডিও গেমস খেলেই দিন পার করছি। কার বিপক্ষে খেলা তাও জানি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন পরের ম্যাচের প্রতিপক্ষ কে?’
স্পোর্টস মেইল জানাচ্ছে, হামেসকে কিনতে আগ্রহ দেখিয়েছে এফসি পোর্তো। ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ ক্লাবটি কলম্বিয়ান তারকাকে এত বেতন দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকেই যায়।
হামেসের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো উচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। বসে বসে খেয়েও এভারটনের থেকে সপ্তাহে ২ কোটি ৫৫ লাখ টাকা বেতন বুঝে নেন তিনি!
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন শুরুর একাদশে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক ম্যাচে বদলি হিসেবেও নামানো হতো না তাঁকে। ক্ষোভে–অভিমানে গত বছর তাই মাদ্রিদ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ।
প্রিয় গুরু কার্লো আনচেলোত্তির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন এভারটনে। সেই আনচেলত্তি এভারটন ছেড়ে আবার রিয়ালের কোচ হওয়ায় এখন আর ইংলিশ ক্লাবটিতে মন বসছে না কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেসের।
এভারটনে এক বছর না কাটাতেই পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হামেস। সেটা এতটাই যে, পরের ম্যাচে এভারটনের প্রতিপক্ষ কে; তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর! আচরণ দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির হয়ে আর মাঠে নামার ইচ্ছে নেই ৩০ বছর বয়সী তারকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে এভারটন। আইসোলেশনে থাকায় ওই ম্যাচ খেলতে পারেননি হামেস।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। এ ম্যাচ খেলতে কোনো বাধা না থাকলেও হামেস গো ধরে বসে আছেন।
একটি লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে হামেস বলেছেন, ‘এ সপ্তাহে আমি আর নামছি না। হয়তো এই ক্লাবের হয়ে আর কখনো নয়। আমি তো ভিডিও গেমস খেলেই দিন পার করছি। কার বিপক্ষে খেলা তাও জানি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন পরের ম্যাচের প্রতিপক্ষ কে?’
স্পোর্টস মেইল জানাচ্ছে, হামেসকে কিনতে আগ্রহ দেখিয়েছে এফসি পোর্তো। ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ ক্লাবটি কলম্বিয়ান তারকাকে এত বেতন দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকেই যায়।
হামেসের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো উচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। বসে বসে খেয়েও এভারটনের থেকে সপ্তাহে ২ কোটি ৫৫ লাখ টাকা বেতন বুঝে নেন তিনি!
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৬ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৭ ঘণ্টা আগে