একের পর এক বোমা যেন ফাটিয়ে যাচ্ছে ‘এল কনফেদেনশিয়াল’! ২০০৬ সালে রাউল-ক্যাসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কটু মন্তব্যের রেকর্ড ফাঁসের পর আবারও আরেকটি অডিও ফাঁস করেছে পত্রিকাটি। সেই রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহোকে নিয়ে আরেকটি বেফাঁস মন্তব্য করতে শোনা গেছে পেরেজকে।
আজ সকালে ২০১২ সালের অক্টোবরে পেরেজের করা আরেকটি রেকর্ড ফাঁস করে এল কনফেদেনশিয়াল। ফাঁস করা সেই রেকর্ডে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়ে পেরেজের মন্তব্য ছিল, ‘রোনালদো একটা পাগল! সে অসুস্থ, নির্বোধ! মোটেও স্বাভাবিক কেউ না। সে যদি স্বাভাবিক হতো তাহলে একের পর এক উল্টোপাল্টা কাজ করত না।’
‘সুপার এজেন্ট’ খ্যাত হোর্হে মেন্ডেজ ও পর্তুগিজ কোচ হোসে মরিনহোও রক্ষা পাননি পেরেজের মন্তব্য থেকে! ‘মেন্ডেজের কোনো নিয়ন্ত্রণই নেই রোনালদো ও মরিনহোর ওপর। এমনকি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারেও এই দুজন মেন্ডেজের কথা শোনে না। রোনালদো-মরিনহোর অহংবোধ অনেক বেশি। এরা যদি একটু স্বাভাবিক হতো তাহলে আরও বেশি অর্থ আয় করতে পারত। এরা দুজনেই পাগল! আমরা ছবি সত্ত্ব থেকে প্রচুর অর্থ আয়ের কথা বলছি’—বলেছিলেন পেরেজ।
রিয়ালের সাবেক পর্তুগিজ ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাওকে নিয়েও কটু কথা বলতে শোনা গেছে পেরেজকে, ‘এ আরেক পাগল! মস্তিষ্কহীন আরেকজন। মাদ্রিদ এমন খেলোয়াড়দের সোজা বানিয়ে ছাড়ে। এখন সে ভীত আর মরিনহো একটা গর্দভ। এমন না যে সে (কোয়েন্ত্রাও) রিয়ালের হয়ে খেলতে চায় না...সে একটা অপদার্থ, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়!’
রিয়ালের দুই কিংবদন্তি রাউল ও ইকার ক্যাসিয়াসকে নিয়ে করা পেরেজের ২০০৬ সালে করা মন্তব্যের একটি রেকর্ড গতকাল ফাঁস করেছিল এল কনফেদেনশিয়াল। সেই রেকর্ডে রাউল ও ক্যাসিয়াসকে ‘প্রতারক’ বলেছিলেন পেরেজ। এর পরপরই এক বিবৃতি দিয়েছে রিয়াল। বিবৃতিতে বলা হয়েছে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনে ব্যর্থ হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অডিও ফাঁস করা হচ্ছে। এল কনফেদেনশিয়ালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে রিয়াল।
একের পর এক বোমা যেন ফাটিয়ে যাচ্ছে ‘এল কনফেদেনশিয়াল’! ২০০৬ সালে রাউল-ক্যাসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কটু মন্তব্যের রেকর্ড ফাঁসের পর আবারও আরেকটি অডিও ফাঁস করেছে পত্রিকাটি। সেই রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহোকে নিয়ে আরেকটি বেফাঁস মন্তব্য করতে শোনা গেছে পেরেজকে।
আজ সকালে ২০১২ সালের অক্টোবরে পেরেজের করা আরেকটি রেকর্ড ফাঁস করে এল কনফেদেনশিয়াল। ফাঁস করা সেই রেকর্ডে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়ে পেরেজের মন্তব্য ছিল, ‘রোনালদো একটা পাগল! সে অসুস্থ, নির্বোধ! মোটেও স্বাভাবিক কেউ না। সে যদি স্বাভাবিক হতো তাহলে একের পর এক উল্টোপাল্টা কাজ করত না।’
‘সুপার এজেন্ট’ খ্যাত হোর্হে মেন্ডেজ ও পর্তুগিজ কোচ হোসে মরিনহোও রক্ষা পাননি পেরেজের মন্তব্য থেকে! ‘মেন্ডেজের কোনো নিয়ন্ত্রণই নেই রোনালদো ও মরিনহোর ওপর। এমনকি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারেও এই দুজন মেন্ডেজের কথা শোনে না। রোনালদো-মরিনহোর অহংবোধ অনেক বেশি। এরা যদি একটু স্বাভাবিক হতো তাহলে আরও বেশি অর্থ আয় করতে পারত। এরা দুজনেই পাগল! আমরা ছবি সত্ত্ব থেকে প্রচুর অর্থ আয়ের কথা বলছি’—বলেছিলেন পেরেজ।
রিয়ালের সাবেক পর্তুগিজ ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাওকে নিয়েও কটু কথা বলতে শোনা গেছে পেরেজকে, ‘এ আরেক পাগল! মস্তিষ্কহীন আরেকজন। মাদ্রিদ এমন খেলোয়াড়দের সোজা বানিয়ে ছাড়ে। এখন সে ভীত আর মরিনহো একটা গর্দভ। এমন না যে সে (কোয়েন্ত্রাও) রিয়ালের হয়ে খেলতে চায় না...সে একটা অপদার্থ, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়!’
রিয়ালের দুই কিংবদন্তি রাউল ও ইকার ক্যাসিয়াসকে নিয়ে করা পেরেজের ২০০৬ সালে করা মন্তব্যের একটি রেকর্ড গতকাল ফাঁস করেছিল এল কনফেদেনশিয়াল। সেই রেকর্ডে রাউল ও ক্যাসিয়াসকে ‘প্রতারক’ বলেছিলেন পেরেজ। এর পরপরই এক বিবৃতি দিয়েছে রিয়াল। বিবৃতিতে বলা হয়েছে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনে ব্যর্থ হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অডিও ফাঁস করা হচ্ছে। এল কনফেদেনশিয়ালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে রিয়াল।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৩ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৫ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৫ ঘণ্টা আগে