Ajker Patrika

রোনালদো ‘নির্বোধ’, মরিনহো ‘পাগল’

রোনালদো ‘নির্বোধ’, মরিনহো ‘পাগল’

একের পর এক বোমা যেন ফাটিয়ে যাচ্ছে ‘এল কনফেদেনশিয়াল’! ২০০৬ সালে রাউল-ক্যাসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কটু মন্তব্যের রেকর্ড ফাঁসের পর আবারও আরেকটি অডিও ফাঁস করেছে পত্রিকাটি। সেই রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহোকে নিয়ে আরেকটি বেফাঁস মন্তব্য করতে শোনা গেছে পেরেজকে।

আজ সকালে ২০১২ সালের অক্টোবরে পেরেজের করা আরেকটি রেকর্ড ফাঁস করে এল কনফেদেনশিয়াল। ফাঁস করা সেই রেকর্ডে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়ে পেরেজের মন্তব্য ছিল, ‘রোনালদো একটা পাগল! সে অসুস্থ, নির্বোধ! মোটেও স্বাভাবিক কেউ না। সে যদি স্বাভাবিক হতো তাহলে একের পর এক উল্টোপাল্টা কাজ করত না।’

‘সুপার এজেন্ট’ খ্যাত হোর্হে মেন্ডেজ ও পর্তুগিজ কোচ হোসে মরিনহোও রক্ষা পাননি পেরেজের মন্তব্য থেকে! ‘মেন্ডেজের কোনো নিয়ন্ত্রণই নেই রোনালদো ও মরিনহোর ওপর। এমনকি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারেও এই দুজন মেন্ডেজের কথা শোনে না। রোনালদো-মরিনহোর অহংবোধ অনেক বেশি। এরা যদি একটু স্বাভাবিক হতো তাহলে আরও বেশি অর্থ আয় করতে পারত। এরা দুজনেই পাগল! আমরা ছবি সত্ত্ব থেকে প্রচুর অর্থ আয়ের কথা বলছি’—বলেছিলেন পেরেজ।

রিয়ালের সাবেক পর্তুগিজ ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাওকে নিয়েও কটু কথা বলতে শোনা গেছে পেরেজকে, ‘এ আরেক পাগল! মস্তিষ্কহীন আরেকজন। মাদ্রিদ এমন খেলোয়াড়দের সোজা বানিয়ে ছাড়ে। এখন সে ভীত আর মরিনহো একটা গর্দভ। এমন না যে সে (কোয়েন্ত্রাও) রিয়ালের হয়ে খেলতে চায় না...সে একটা অপদার্থ, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়!’

রিয়ালের দুই কিংবদন্তি রাউল ও ইকার ক্যাসিয়াসকে নিয়ে করা পেরেজের ২০০৬ সালে করা মন্তব্যের একটি রেকর্ড গতকাল ফাঁস করেছিল এল কনফেদেনশিয়াল। সেই রেকর্ডে রাউল ও ক্যাসিয়াসকে ‘প্রতারক’ বলেছিলেন পেরেজ। এর পরপরই এক বিবৃতি দিয়েছে রিয়াল। বিবৃতিতে বলা হয়েছে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনে ব্যর্থ হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অডিও ফাঁস করা হচ্ছে। এল কনফেদেনশিয়ালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে রিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত