আগের ম্যাচে দুই পয়েন্ট হারিয়ে দলের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে শেষ দিকে নড়বড়ে রক্ষণে দুই গোল হজম করায়। এদিন তাই আক্রমণের ধার কমিয়ে রক্ষণে জোর দেন রিয়াল কোচ। রিয়ালের জয়টাও এসেছে ডিফেন্ডার দানি কারভাহালের একমাত্র গোলে।
এই জয়ে রিয়াল বেতিসের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরেছে রিয়াল। এদিন একাদশে কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। দলের অন্যতম সেরা তারকা এডেন হ্যাজার্ডকে বেঞ্চে রেখে ভিনিসিয়াস জুনিয়রকে সেরা একাদশে জায়গা দেন। লম্বা সময়ের চোটের পর একাদশে দেখা মেলে কারভাহালের। শেষবার গত এপ্রিলে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ফেরার ম্যাচে দলের জয়ের পথে একমাত্র গোলটিও এসেছে তাঁর পা থেকে।
বেতিসের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে রিয়াল। দ্রুতই লিড নেওয়ার চেষ্টা চালান আনচেলত্তির শিষ্যরা। সুযোগও এসেছিল ছয় মিনিটের মাথায়। বেনজেমার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ভিনিসিয়াস ডি-বক্সে ঢুকে পড়েন। ছয় গজের ভেতরে থাকা বেনজেমার উদ্দেশে বলও বাড়ান। কিন্তু রিয়াল অধিনায়ক লক্ষ্যভ্রষ্ট শট নিলে হতাশ হতে হয় সমর্থকদের। প্রথমার্ধে সুযোগ তৈরি বলতে এই একটিই। প্রথমার্ধের শেষ দিকে চার মিনিটে রেফারি চারটি হলুদ কার্ড দেখালে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত কাউকে লাল কার্ড দেখতে হয়নি।
বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫২ মিনিটে দারুণ এক সুযোগ আসে রিয়ালের সামনে। ডান দিক থেকে বল নিয়ে দ্রুত ডি-বক্সের ভেতরে থাকা বেনজেমার উদ্দেশে ক্রস করেন গ্যারেথ বেল। লাফিয়ে উঠে মাথাও ছুঁইয়েছিলেন বেনজেমা। তবে বেতিস গোলরক্ষক দারুণ দক্ষতায় রুখে দেন রিয়াল অধিনায়কের হেড। দুই মিনিট পর অবশ্য কাসেমিরো চিপ করা ক্রস থেকে গোল করেন বেনজেমা। সেটা বাতিল হয় অফসাইডের কারণে।
ম্যাচের ৬০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। প্রতি আক্রমণে থেকে ভিনিসিয়াস বল নিয়ে ঢুকে পড়েন বেতিসের ডি-বক্সের ভেতর। সেখানে দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে বল বের করার রাস্তা খুঁজে না পেয়ে ব্যাক পাস দেন বেনজেমাকে। বেনজেমার ক্রস থেকে দারুণ ভলিতে বল জালে জড়ান কারভাহাল। এরপর ম্যাচের বাকি সময় দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও আর মেলেনি গোলের দেখা। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল। লিগের তিন ম্যাচের দুটিতে জয় আর একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আতলেতিকো মাদ্রিদ আর চার পয়েন্ট নিয়ে আটে বার্সেলোনা। অন্যদিকে তিন ম্যাচে দুই ড্র আর এক হারে দুই পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে রিয়াল বেতিস।
আগের ম্যাচে দুই পয়েন্ট হারিয়ে দলের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে শেষ দিকে নড়বড়ে রক্ষণে দুই গোল হজম করায়। এদিন তাই আক্রমণের ধার কমিয়ে রক্ষণে জোর দেন রিয়াল কোচ। রিয়ালের জয়টাও এসেছে ডিফেন্ডার দানি কারভাহালের একমাত্র গোলে।
এই জয়ে রিয়াল বেতিসের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরেছে রিয়াল। এদিন একাদশে কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। দলের অন্যতম সেরা তারকা এডেন হ্যাজার্ডকে বেঞ্চে রেখে ভিনিসিয়াস জুনিয়রকে সেরা একাদশে জায়গা দেন। লম্বা সময়ের চোটের পর একাদশে দেখা মেলে কারভাহালের। শেষবার গত এপ্রিলে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ফেরার ম্যাচে দলের জয়ের পথে একমাত্র গোলটিও এসেছে তাঁর পা থেকে।
বেতিসের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে রিয়াল। দ্রুতই লিড নেওয়ার চেষ্টা চালান আনচেলত্তির শিষ্যরা। সুযোগও এসেছিল ছয় মিনিটের মাথায়। বেনজেমার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ভিনিসিয়াস ডি-বক্সে ঢুকে পড়েন। ছয় গজের ভেতরে থাকা বেনজেমার উদ্দেশে বলও বাড়ান। কিন্তু রিয়াল অধিনায়ক লক্ষ্যভ্রষ্ট শট নিলে হতাশ হতে হয় সমর্থকদের। প্রথমার্ধে সুযোগ তৈরি বলতে এই একটিই। প্রথমার্ধের শেষ দিকে চার মিনিটে রেফারি চারটি হলুদ কার্ড দেখালে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত কাউকে লাল কার্ড দেখতে হয়নি।
বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫২ মিনিটে দারুণ এক সুযোগ আসে রিয়ালের সামনে। ডান দিক থেকে বল নিয়ে দ্রুত ডি-বক্সের ভেতরে থাকা বেনজেমার উদ্দেশে ক্রস করেন গ্যারেথ বেল। লাফিয়ে উঠে মাথাও ছুঁইয়েছিলেন বেনজেমা। তবে বেতিস গোলরক্ষক দারুণ দক্ষতায় রুখে দেন রিয়াল অধিনায়কের হেড। দুই মিনিট পর অবশ্য কাসেমিরো চিপ করা ক্রস থেকে গোল করেন বেনজেমা। সেটা বাতিল হয় অফসাইডের কারণে।
ম্যাচের ৬০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। প্রতি আক্রমণে থেকে ভিনিসিয়াস বল নিয়ে ঢুকে পড়েন বেতিসের ডি-বক্সের ভেতর। সেখানে দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে বল বের করার রাস্তা খুঁজে না পেয়ে ব্যাক পাস দেন বেনজেমাকে। বেনজেমার ক্রস থেকে দারুণ ভলিতে বল জালে জড়ান কারভাহাল। এরপর ম্যাচের বাকি সময় দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও আর মেলেনি গোলের দেখা। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল। লিগের তিন ম্যাচের দুটিতে জয় আর একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আতলেতিকো মাদ্রিদ আর চার পয়েন্ট নিয়ে আটে বার্সেলোনা। অন্যদিকে তিন ম্যাচে দুই ড্র আর এক হারে দুই পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে রিয়াল বেতিস।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে