শেষ মুহূর্তে নাটকীয়তার চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন দলবদল। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না করা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন। দুই দিন আগে এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি।
একবার ব্যর্থ হলেও পিছু হটার পাত্র নন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পেকে ঘিরে যে স্বপ্ন পেরেজ বুনছেন সেটা পূরণ করতে দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছেন পিএসজির কাছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, এটাকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে ধরা হচ্ছে। আজই এমবাপ্পেকে আলোচনার শেষ দেখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
আগের প্রস্তাবের চেয়ে দুই কোটি ইউরো বেশি অর্থাৎ ১৮ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। এর ১৭ কোটি পিএসজিকে সরাসরি দেওয়া হবে। বাকি ১ কোটি বিভিন্ন শর্ত সাপেক্ষে পরিশোধ করবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে হোক বা সামনের গ্রীষ্মে, ক্লাব বদলালে রিয়ালেই যাবেন তিনি। মার্কার কথা মানলে, সেটা আজই হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাবে এবার রাজি হতে পারে পিএসজি। সব ঠিক থাকলে আজ শুক্রবারের মধ্যেই পিএসজি-এমবাপ্পে-রিয়াল রহস্যের জট খুলে যাবে।
এমবাপ্পের জন্য রিয়ালের প্রথম প্রস্তাবকে ‘অনৈতিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিল পিএসজি। যদিও স্প্যানিশ ক্লাবটি বিশ্বাস করে তাদের প্রস্তাব সম্পূর্ণ আইনের মধ্যে থেকে দেওয়া হয়েছে। তাদের দাবি, যেহেতু এমবাপ্পে নিজেই রিয়ালে আসতে চান, দল বদলের বাকি ব্যাপারটা এখন তাদের হাতে। এদিকে ফরাসি সংবাদমাধ্যমও তখন বলেছিল, এমবাপ্পের দাম আরেকটু বাড়ালে পিএসজি তাঁকে ছেড়ে দেবে।
দরটা আরেকটু বাড়িয়েই এবার প্রস্তাব দিয়েছে পিএসজি। বল এখন পিএসজির কোর্টে!
শেষ মুহূর্তে নাটকীয়তার চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন দলবদল। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না করা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন। দুই দিন আগে এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি।
একবার ব্যর্থ হলেও পিছু হটার পাত্র নন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পেকে ঘিরে যে স্বপ্ন পেরেজ বুনছেন সেটা পূরণ করতে দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছেন পিএসজির কাছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, এটাকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে ধরা হচ্ছে। আজই এমবাপ্পেকে আলোচনার শেষ দেখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
আগের প্রস্তাবের চেয়ে দুই কোটি ইউরো বেশি অর্থাৎ ১৮ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। এর ১৭ কোটি পিএসজিকে সরাসরি দেওয়া হবে। বাকি ১ কোটি বিভিন্ন শর্ত সাপেক্ষে পরিশোধ করবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে হোক বা সামনের গ্রীষ্মে, ক্লাব বদলালে রিয়ালেই যাবেন তিনি। মার্কার কথা মানলে, সেটা আজই হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাবে এবার রাজি হতে পারে পিএসজি। সব ঠিক থাকলে আজ শুক্রবারের মধ্যেই পিএসজি-এমবাপ্পে-রিয়াল রহস্যের জট খুলে যাবে।
এমবাপ্পের জন্য রিয়ালের প্রথম প্রস্তাবকে ‘অনৈতিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিল পিএসজি। যদিও স্প্যানিশ ক্লাবটি বিশ্বাস করে তাদের প্রস্তাব সম্পূর্ণ আইনের মধ্যে থেকে দেওয়া হয়েছে। তাদের দাবি, যেহেতু এমবাপ্পে নিজেই রিয়ালে আসতে চান, দল বদলের বাকি ব্যাপারটা এখন তাদের হাতে। এদিকে ফরাসি সংবাদমাধ্যমও তখন বলেছিল, এমবাপ্পের দাম আরেকটু বাড়ালে পিএসজি তাঁকে ছেড়ে দেবে।
দরটা আরেকটু বাড়িয়েই এবার প্রস্তাব দিয়েছে পিএসজি। বল এখন পিএসজির কোর্টে!
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১০ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১০ ঘণ্টা আগে