Ajker Patrika

আজই এমবাপ্পেকে নিয়ে আলোচনা শেষ করবে রিয়াল!

আজই এমবাপ্পেকে নিয়ে আলোচনা শেষ করবে রিয়াল!

শেষ মুহূর্তে নাটকীয়তার চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন দলবদল। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না করা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন। দুই দিন আগে এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি। 

একবার ব্যর্থ হলেও পিছু হটার পাত্র নন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পেকে ঘিরে যে স্বপ্ন পেরেজ বুনছেন সেটা পূরণ করতে দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছেন পিএসজির কাছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, এটাকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে ধরা হচ্ছে। আজই এমবাপ্পেকে আলোচনার শেষ দেখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।  

আগের প্রস্তাবের চেয়ে দুই কোটি ইউরো বেশি অর্থাৎ ১৮ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। এর ১৭ কোটি পিএসজিকে সরাসরি দেওয়া হবে। বাকি ১ কোটি বিভিন্ন শর্ত সাপেক্ষে পরিশোধ করবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে হোক বা সামনের গ্রীষ্মে, ক্লাব বদলালে রিয়ালেই যাবেন তিনি। মার্কার কথা মানলে, সেটা আজই হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাবে এবার রাজি হতে পারে পিএসজি। সব ঠিক থাকলে আজ শুক্রবারের মধ্যেই পিএসজি-এমবাপ্পে-রিয়াল রহস্যের জট খুলে যাবে। 

এমবাপ্পের জন্য রিয়ালের প্রথম প্রস্তাবকে ‘অনৈতিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিল পিএসজি। যদিও স্প্যানিশ ক্লাবটি বিশ্বাস করে তাদের প্রস্তাব সম্পূর্ণ আইনের মধ্যে থেকে দেওয়া হয়েছে। তাদের দাবি, যেহেতু এমবাপ্পে নিজেই রিয়ালে আসতে চান, দল বদলের বাকি ব্যাপারটা এখন তাদের হাতে। এদিকে ফরাসি সংবাদমাধ্যমও তখন বলেছিল, এমবাপ্পের দাম আরেকটু বাড়ালে পিএসজি তাঁকে ছেড়ে দেবে।

দরটা আরেকটু বাড়িয়েই এবার প্রস্তাব দিয়েছে পিএসজি। বল এখন পিএসজির কোর্টে!  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত