Ajker Patrika

সব আগুনে ম্যাচ ২৪ অক্টোবর 

সব আগুনে ম্যাচ ২৪ অক্টোবর 

ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। সে লড়াই যদি বিশ্বকাপের মঞ্চে হয় তবে তো কথাই নেই। আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আরও একবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। 

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শেষ ওভারে গড়ানো ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল মাহেন্দ্র সিং ধোনির ভারত। ওই বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেই ম্যাচেও জয় পেয়েছিল ভারত। এবার কি পাকিস্তান পারবে ভাগ্য বদলাতে? এই প্রশ্নের উত্তর মিলতে না মিলতেই একই দিনে রাত ১২টায় অপেক্ষা করছে ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই। লা লিগার দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো বলে কথা। ন্যু ক্যাম্পে যখন এল ক্লাসিকো ঠিক একই সময়ে লিগ ওয়ানে লিওনেল মেসির পিএসজি খেলবে মার্শেইয়ের বিপক্ষে। 

একই দিনে মাঠে গড়াবে  রিয়াল-বার্সা এল ক্লাসিকোওতবে এটুকুই নয়। একই দিন আরও রোমাঞ্চ অপেক্ষা করছে খেলাপ্রেমীদের জন্য। ওল্ড ট্রাফোর্ডে রাত সাড়ে ৯টায় যে শুরু হবে আরেক আগুনে ম্যাচ! লড়াইয়ে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই চিরকালীন প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল। ম্যানইউ-লিভারপুল ম্যাচের ফল আসতে না আসতে রাত সাড়ে ১১টায় সিরি আ’র গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে দুই শিরোপা প্রত্যাশী জুভেন্টাস আর ইন্টার মিলান। 

২৪ অক্টোবর তাই ক্রীড়াপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ এক দিন। ক্রিকেটে ভারত-পাকিস্তান, ক্লাব ফুটবলে রিয়াল-বার্সা এল ক্লাসিকো। ইপিএল ও সিরি আ’তেও অপেক্ষা করছে বড় ম্যাচ।  

২৪ অক্টোবর যত ম্যাচ

ম্যাচসময়
ভারত-পাকিস্তান রাত ৮টা 
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা 

রাত ১২টা

ম্যানইউ-লিভারপুল 

সাড়ে ৯ টায়

জুভেন্টাস-ইন্টার মিলান 

সাড়ে ১১টা

পিএসজি-মার্সেই  রাত ১২টা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত