Ajker Patrika

রিয়াল ছাড়া রামোসের নতুন ঠিকানা পিএসজি! 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

সার্জিও রামোস এখন আর রিয়াল মাদ্রিদের নন। স্প্যানিশ এই তারকা ডিফেন্ডারের নতুন গন্তব্য প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রামোস রিয়ালের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। তবে ক্লাব ও তাঁর চাওয়া না মেলায় ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন রামোস। ফরাসি সংবাদমাধ্যমের খবর রামোসের নতুন ঠিকানা হতে যাচ্ছে পিএসজি।

ফ্রেঞ্চ ফুটবলের নির্ভরযোগ্য সূত্র আরএমসি স্পোর্তের সাংবাদিক মোহামেদ বোহাফসি। তিনি জানিয়েছেন, দুই বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রামোস। শিগগির আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হবে। 

বোহাফসি টুইটে লিখেছেন, ‘রামোস এরই মধ্যে পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন। তাকে ইংল্যান্ডের কিছু ক্লাব আরও বেশি বেতনে দলে ভেড়াতে চেয়েছিলেন। তবে সেটি হয়নি। আগামী দুই বছর প্যারিসে থাকবেন রামোস।’ 

আরএমসি স্পোর্ত জানিয়েছে, এরই মধ্যে রামোসের ভাই ও তাঁর এজেন্ট রেনে রামোস প্যারিসে গিয়েছেন পিএসজির সঙ্গে বৈঠক করতে। এদিকে স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও পরিষ্কারভাবেই বলে দিয়েছেন, ‘মরিসিও পচেত্তিনোর দলেই খেলতে যাচ্ছেন সার্জিও রামোস’। 

আর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, চুক্তি নিশ্চিত করার সর্বশেষ ধাপ স্বাস্থ্য পরীক্ষা। আগামী কদিনের মধ্যে স্বাস্থ্যপরীক্ষা শেষ করে পরের মৌসুমেই পিএসজিতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত