গুদামে তেল, বাজারে সংকট
পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ব্যবসায়ীদের গুদামে মজুত করা ১ লাখ ৩২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে এসব তেল জব্দ করা হয়। গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব অভিযান চালানো হয়।