Ajker Patrika

উন্মুক্ত লাইব্রেরি ‘নির্ঝরিণী’ ২৪ ঘণ্টা খোলা থাকে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২২, ১৪: ৪৯
Thumbnail image

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভেতরে রয়েছে ছোট্ট একটি পার্ক। নানা গাছগাছালিতে ভরা। রয়েছে বসার সুন্দর জায়গা। শিশুদের জন্য রয়েছে দোলনাসহ বিনোদনের নানা উপকরণ। দুপুর গড়িয়ে বিকেল হলেই নানা বয়সী মানুষ এখানে আসেন সময় কাটাতে।

এমন মনোরম পরিবেশে স্থাপন করা হয়েছে একটি উন্মুক্ত লাইব্রেরি। লাইব্রেরির নামকরণ করা হয়েছে ‘নির্ঝরিণী’। মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের উদ্যোগে নির্মাণ করা হয় এ লাইব্রেরি। গত মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

জানা যায়, ছায়াঘেরা, পাখি ডাকা মনোরম পরিবেশে স্থাপিত উন্মুক্ত এ লাইব্রেরি ইতিমধ্যে এলাকার বইপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছোট-বড় সব বয়সী পাঠকেরা আসছেন লাইব্রেরিতে। সেখানে নিজেদের পছন্দের বই পড়ছেন তাঁরা। এলাকায় গণপাঠাগার থাকলেও পার্কের ভেতরে উন্মুক্ত লাইব্রেরি এটিই প্রথম। সেখানে রয়েছে চার তাকওয়ালা একটি বুকশেলফ। লাইব্রেরিতে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন লেখকের গল্প, উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস, সংস্কৃতি, শিশুতোষ, ধর্মীয়সহ পাঁচ শতাধিক বই। রয়েছে পাঠক রেজিস্টার।

অসাধারণ নির্মাণশৈলীর উন্মুক্ত এ লাইব্রেরি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। লাইব্রেরি চত্বরে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাতের বেলায় রয়েছে আলোর ব্যবস্থা। পাঠকদের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত রাখা হয়েছে লাইব্রেরিটি। স্থানীয় বইপ্রেমী মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে চলনবিল সাহিত্য সংসদের সভাপতি কবি নুরুজ্জামান সবুজ বলেন, ‘জ্ঞানার্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়তে মানুষকে আগ্রহী করে গড়ে তুলতে প্রয়োজন পাঠাগার বা লাইব্রেরির। উন্মুক্ত এ লাইব্রেরি স্থাপনের ফলে স্থানীয়দের অবাধ জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি হলো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘মননশীলতার চর্চা করতে হলে বই পড়ার বিকল্প নেই। মানুষের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ জাগাতেই এই প্রয়াস। লাইব্রেরিতে দেশি-বিদেশি লেখকের পাঁচ শতাধিক বই রয়েছে। পাঠকদের জন্য ২৪ ঘণ্টাই উন্মুক্ত রাখা হয়েছে লাইব্রেরিটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত