গরমে ডায়রিয়ার প্রকোপ
গত কয়েক দিনের প্রচণ্ড গরমে পাবনায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন শিশু, বৃদ্ধসহ অন্তত ৪০ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালের ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে ৯০ জন রোগী ভর্তি রয়েছেন। শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা ও করিডরে অবস্থান করতে হচ্ছে রোগী ও তাঁদের স