Ajker Patrika

কোন্দল ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাবনা বিএনপি

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ৩৬
Thumbnail image

পাবনা জেলা বিএনপির বহুল আলোচিত-সমালোচিত কমিটি ভেঙে দেওয়া হয় ২০১৮ সালের ৭ জুলাই। পরে ৪৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্যসচিব করা হয়। দীর্ঘ প্রায় চার বছর পেরিয়ে গেলেও ওই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বা আলোর মুখ দেখাতে ব্যর্থ হয়। রাজপথেও আন্দোলনে নেতা-কর্মীদের নিয়ে তেমন গতি আনতে পারেননি তাঁরা; সেই সঙ্গে উপজেলা, পৌর বা ইউনিয়ন পর্যায়ে কমিটি দিতে ব্যর্থতার পরিচয় দেন।

১৪ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি ওই আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছে। বর্তমান আহ্বায়ক কমিটিতে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব থাকলেও সদস্যসচিব হিসেবে বাদ পড়েছেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। ওই পদে নতুন যুক্ত হয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাকসুদুর রহমান মাসুদ। নতুন এই আহ্বায়ক কমিটি সবার কাছে গ্রহণযোগ্য দাবি করে নেতারা বলছেন, সব বিভেদ ভুলে নতুন করে ঘুরে দাঁড়াবে পাবনা জেলা বিএনপি।

কোন্দল, দলাদলি নিরসন হয়েছে দাবি করে বিপুলসংখ্যক নেতা-কর্মীর বহর নিয়ে ২১ এপ্রিল দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মিলিত হয় নতুন আহ্বায়ক কমিটি। এ সময় সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে। ৫ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য তিন সদস্য হলেন বিএনপির নেতা আব্দুস সামাদ খান মন্টু, আসিনুল হক বাবু, আবু ওবায়েদা শেখ তুহিন।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, আগে এমনভাবে সব নেতা-কর্মীকে একত্র হওয়া দেখেননি। আজকের এই একত্র হওয়াই বলে দেয়, বিএনপি এখন আগের মতো নেই। পাবনা বিএনপির সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পাবনার বিভিন্ন পর্যায়ের নানা স্তরের নেতা-কর্মীরা কিন্তু আজ এই পরিচিতি সভায় উপস্থিত হয়ে জানান দিচ্ছেন, তাঁরা আর বিরোধপূর্ণ নন।

আগের চেয়ে বর্তমান আহ্বায়ক কমিটি সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছে দাবি করে সদস্যসচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ বলেন, জেলার সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

সদ্য সাবেক সদস্যসচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, কেন্দ্রীয়ভাবে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার প্রতিটি দায়িত্ব সফলতার সঙ্গে সম্পন্ন করেন তিনি। তিনি আরও বলেন, সদস্যসচিবের পদ থেকে তাঁকে বাদ দিয়ে নতুন সদস্যসচিব দেওয়া হয়েছে। তিনি এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত