Ajker Patrika

মান্দায় ধর্ষণের পর শিশুকে শ্বাসরোধ করে হত্যা

নওগাঁ ও মান্দা প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১: ৫২
Thumbnail image

নওগাঁর মান্দায় এক মেয়েশিশুর (৬) হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে জড়িত কিশোরকেও (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, শিশুটিকে কৌশলে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্ত কিশোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে  ঘটনার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 
গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।  

ওই শিশুর বাড়ি মান্দা উপজেলায়। গত শনিবার খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মান্নান মিয়া বলেন, গত শনিবার বেলা আড়াইটার দিকে শিশুটি অন্য শিশুদের সঙ্গে একটি বাঁশঝাড়ে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর ওই বাঁশঝাড়ে কঞ্চি কাটছিল। বেলা তিনটার দিকে অন্য শিশুরা নিজ নিজ বাড়িতে চলে যায়। ওই শিশুকে কৌশলে বাঁশঝাড়ে ডেকে নেয় কিশোর। পরে তাকে ধর্ষণ করে। রক্তক্ষরণ হলে কান্নাকাটি শুরু করে, বিষয়টি বাবা-মাকে বলে দেওয়ার কথা জানায়। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে অভিযুক্ত কিশোর শিশুটির পরনের প্যান্টের কিছু অংশ ছিঁড়ে তার মুখে গুঁজে দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে বাঁশঝাড়ের ঝোপের মধ্যে বাঁশের পাতা ও কঞ্চি দিয়ে লাশ ঢেকে রাখে। শিশুটির প্যান্টের বাকি অংশ পাশের আত্রাই নদীর তীরে ফেলে দেয়।

এসপি আব্দুল মান্নান মিয়া আরও বলেন, গ্রেপ্তার কিশোরের দেওয়া তথ্যমতে, ভুক্তভোগী শিশুটির প্যান্টের ছেঁড়া অংশ আত্রাই নদীর তীর থেকে উদ্ধার করা হয়।  এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, গাজিউর রহমান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত