বিক্রেতা খুশি, অখুশি ক্রেতা
দিনাজপুরে রমজানের শুরু থেকেই ঈদের কেনাকাটা জমে উঠেছে। ঈদ যতই ঘনিয়ে আসছে, মার্কেটে ক্রেতাদের আনাগোনা ততই বাড়ছে। এবারের বেশি বিক্রি হচ্ছে পুষ্পা শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবি। যদিও বাড়তি দামে ক্রেতাদের অসন্তোষ রয়েছে, তারপরও বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা।