হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হঠাৎ কালবৈশাখীতে দিনাজপুরের হিলিতে কয়েক শ বিঘা জমির পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। ধান কাটার ঠিক আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে ফলন ও ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এদিকে, জমিতে হেলে পড়া ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ কৃষি অফিসের।
গত শুক্রবার রাত নয়টার দিকে হিলির বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টিপাত হয়। বেশ কিছু জমির পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে ধান কাটায় খরচ বাড়বে বলে মনে করছেন চাষিরা। এ ছাড়া ফলনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নিয়েও রয়েছে আশঙ্কা।
হিলির বই গ্রামের কৃষক মুশফিকুর রহমান বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে ঝড়ে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এখন এই ধান কাটব কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি। এখন ধান কাটায় মজুরি বেশি গুনতে হবে। গতবার আড়াই থেকে ৩ হাজার টাকা লেগেছিল এক বিঘা জমির ধান কাটতে। এবার তা ৪ হাজার টাকায় গিয়ে ঠেকবে। এতে উৎপাদন খরচ ওঠানো কষ্টকর হবে।’
কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ঝড়ে বিঘার পর বিঘা জমির পাকা ধান মাটিতে পড়ে গেছে। এতে করে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এখন লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠবে কি না সে নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেক আশা নিয়ে ধান আবাদ করেছিলাম কিন্তু হঠাৎ ঝড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেল।’
এ বিষয়ে কথা হলে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ ঝড়ে উপজেলার বেশ কিছু জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। তবে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত বেশি হলে পানির নিচে ডুবে ধান নষ্টের আশঙ্কা ছিল। কিন্তু ভারী বৃষ্টিপাত না হওয়ায় সেই আশঙ্কা এখন আর নেই। ধান ঝড়ে না পড়ায় তেমন একটা সমস্যা হবে না। তবে যেহেতু ধানগাছ হেলে পড়েছে তাই যত দ্রুত এসব ধান কেটে নিতে হবে।’
হঠাৎ কালবৈশাখীতে দিনাজপুরের হিলিতে কয়েক শ বিঘা জমির পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। ধান কাটার ঠিক আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে ফলন ও ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এদিকে, জমিতে হেলে পড়া ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ কৃষি অফিসের।
গত শুক্রবার রাত নয়টার দিকে হিলির বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টিপাত হয়। বেশ কিছু জমির পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে ধান কাটায় খরচ বাড়বে বলে মনে করছেন চাষিরা। এ ছাড়া ফলনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নিয়েও রয়েছে আশঙ্কা।
হিলির বই গ্রামের কৃষক মুশফিকুর রহমান বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে ঝড়ে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এখন এই ধান কাটব কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি। এখন ধান কাটায় মজুরি বেশি গুনতে হবে। গতবার আড়াই থেকে ৩ হাজার টাকা লেগেছিল এক বিঘা জমির ধান কাটতে। এবার তা ৪ হাজার টাকায় গিয়ে ঠেকবে। এতে উৎপাদন খরচ ওঠানো কষ্টকর হবে।’
কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ঝড়ে বিঘার পর বিঘা জমির পাকা ধান মাটিতে পড়ে গেছে। এতে করে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এখন লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠবে কি না সে নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেক আশা নিয়ে ধান আবাদ করেছিলাম কিন্তু হঠাৎ ঝড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেল।’
এ বিষয়ে কথা হলে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ ঝড়ে উপজেলার বেশ কিছু জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। তবে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত বেশি হলে পানির নিচে ডুবে ধান নষ্টের আশঙ্কা ছিল। কিন্তু ভারী বৃষ্টিপাত না হওয়ায় সেই আশঙ্কা এখন আর নেই। ধান ঝড়ে না পড়ায় তেমন একটা সমস্যা হবে না। তবে যেহেতু ধানগাছ হেলে পড়েছে তাই যত দ্রুত এসব ধান কেটে নিতে হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪