Ajker Patrika

ঈদে ট্রেনের বগি মেরামতে লক্ষ্যমাত্রা অতিক্রম

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ৫৪
ঈদে ট্রেনের বগি মেরামতে লক্ষ্যমাত্রা অতিক্রম

ঈদে যাত্রী পরিবহনে বগি মেরামতে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০টি বগি মেরামতের কথা থাকলেও হয়েছে ৬০টির মতো। এসব বগি সর্বশেষ গতকাল বুধবার হস্তান্তর করা হয়েছে রেলের ট্রাফিক বিভাগে। হস্তান্তরিত বগিগুলো দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের জন্য ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালু হবে। ট্রেন দুটিতে ২৪টি বগি সংযুক্ত করা হবে। ট্রেন দুটি ঈদের চার দিন আগে থেকে চলাচল শুরু করবে। বাকি বগিগুলো দেওয়া হবে অন্য আন্তনগর ট্রেনে।

সূত্রে জানা গেছে, এবার রেলপথে ঢাকা থেকে অন্যান্য গন্তব্যে অধিক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা যাতে কিছুটা স্বস্তিতে বাড়ি যেতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রমণের জন্য স্বাচ্ছন্দ্য মাধ্যম হিসেবে ট্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ।

এর আগে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল আলম চৌধুরী গত সপ্তাহে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন এবং ওই সময় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বগি মেরামতের তাগিদ দেন কারখানা কর্তৃপক্ষকে।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেল খাতে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবার পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৬০টি অতিরিক্ত বগি সংযুক্ত হচ্ছে; যা মেরামত হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।’ তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঈদে যাত্রীসেবায় রেল কারখানা সামান্যতম হলেও অবদান রাখতে পারছ, এ জন্য গৌরববোধ করছি আমরা।

আমাদের জনবল রয়েছে যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জনের স্থলে মাত্র ৬৩২ এবং বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনের জায়গায় মাত্র ১৪৮ জন। কেবল ২৫ ভাগ জনবল নিয়ে চলছে এ কারখানার বিশাল কর্মযজ্ঞ।’ তিনি কারখানায় জনবল নিয়োগে গুরুত্ব আরোপ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত