হিলি স্থলবন্দর প্রতিনিধি
ঈদের আগে এবার দাম বাড়ার তালিকায় নতুন করে যোগ হয়েছে রসুন। মাত্র দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। দুদিন আগে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি সরবরাহ কমার কারণে রসুনের দাম বেড়েছে।
হিলি বাজারে রসুন কিনতে আসা সাদ্দাম হোসেন বলেন, ‘বাজারে কোনো পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে নেই। যে যাঁর মতো যখন যেভাবে পারছেন জিনিসপত্রের দাম হাঁকাচ্ছেন। একে তো রমজানের কারণে বাড়তি খরচের জোগান দিতে আমাদের মতো মানুষের হিমশিম খেতে হচ্ছে। এর ওপর বাজারে প্রতিদিন কোনো-না কোনো পণ্যের দাম বাড়ছে।
যার কারণে চলা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দুদিন আগে বাজার থেকে যে রসুন কিনলাম ৩০ টাকা কেজি, তা এখন বেড়ে হয়েছে ৬০ টাকা। যে-ই দেখছে ঈদ ঘনিয়ে আসছে, সেই সুযোগে ব্যবসায়ীরা রসুনের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন।’
বাজারে রসুন কিনতে আসা রশিদ নামে আরেক ক্রেতা বলেন, ‘বাজারে কোন পণ্যের দাম বেড়ে চলছে। রমজান মাসের কারনে পরিবারের বাড়তি খরচের যোগান দিতে দরিদ্র মানুষদের হিমশিম খেতে হচ্ছে। আর বাজারে প্রতিদিন কোন না কোন পণ্যের দাম বাড়ছে যার কারনে আমাদের মতো মানুষদের চলা কষ্টকর। দুদিন আগে বাজার থেকে যে রসুন কিনলাম ৩০টাকা কেজি দরে সেই রসুন এখন দাম বেড়ে হয়েছে ৬০টাকা কেজি। তিনি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।’
বাজারের রসুন বিক্রেতা মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিলি বাজারে রসুন আসত, যার কারণে বাজারে আমদানি বেশি হতো এবং দাম কম ছিল, দিন দিন রসুনের সরবরাহ কমে আসার কারণে বাজার এখন বাড়তির দিকে। দুদিনের ব্যবধানে দাম বেড়েছে ২৫-৩০ টাকা। তিন-চার দিন আগে হিলি বাজারে বিক্রি হয়েছে ২৫-৩০ টাকা কেজি, এখন হচ্ছে ৫৫-৬০ টাকায়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম আজকের পত্রিকাকে বলেন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কেউ যেন কোনো ধরনের কারসাজি করতে না পারে বা এ জন্য বাজারে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
ইতিমধ্যে মূল্যতালিকা না টাঙানো ও বাড়তি মূল্যে পণ্য বিক্রির দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।
ঈদের আগে এবার দাম বাড়ার তালিকায় নতুন করে যোগ হয়েছে রসুন। মাত্র দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। দুদিন আগে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি সরবরাহ কমার কারণে রসুনের দাম বেড়েছে।
হিলি বাজারে রসুন কিনতে আসা সাদ্দাম হোসেন বলেন, ‘বাজারে কোনো পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে নেই। যে যাঁর মতো যখন যেভাবে পারছেন জিনিসপত্রের দাম হাঁকাচ্ছেন। একে তো রমজানের কারণে বাড়তি খরচের জোগান দিতে আমাদের মতো মানুষের হিমশিম খেতে হচ্ছে। এর ওপর বাজারে প্রতিদিন কোনো-না কোনো পণ্যের দাম বাড়ছে।
যার কারণে চলা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দুদিন আগে বাজার থেকে যে রসুন কিনলাম ৩০ টাকা কেজি, তা এখন বেড়ে হয়েছে ৬০ টাকা। যে-ই দেখছে ঈদ ঘনিয়ে আসছে, সেই সুযোগে ব্যবসায়ীরা রসুনের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন।’
বাজারে রসুন কিনতে আসা রশিদ নামে আরেক ক্রেতা বলেন, ‘বাজারে কোন পণ্যের দাম বেড়ে চলছে। রমজান মাসের কারনে পরিবারের বাড়তি খরচের যোগান দিতে দরিদ্র মানুষদের হিমশিম খেতে হচ্ছে। আর বাজারে প্রতিদিন কোন না কোন পণ্যের দাম বাড়ছে যার কারনে আমাদের মতো মানুষদের চলা কষ্টকর। দুদিন আগে বাজার থেকে যে রসুন কিনলাম ৩০টাকা কেজি দরে সেই রসুন এখন দাম বেড়ে হয়েছে ৬০টাকা কেজি। তিনি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।’
বাজারের রসুন বিক্রেতা মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিলি বাজারে রসুন আসত, যার কারণে বাজারে আমদানি বেশি হতো এবং দাম কম ছিল, দিন দিন রসুনের সরবরাহ কমে আসার কারণে বাজার এখন বাড়তির দিকে। দুদিনের ব্যবধানে দাম বেড়েছে ২৫-৩০ টাকা। তিন-চার দিন আগে হিলি বাজারে বিক্রি হয়েছে ২৫-৩০ টাকা কেজি, এখন হচ্ছে ৫৫-৬০ টাকায়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম আজকের পত্রিকাকে বলেন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কেউ যেন কোনো ধরনের কারসাজি করতে না পারে বা এ জন্য বাজারে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
ইতিমধ্যে মূল্যতালিকা না টাঙানো ও বাড়তি মূল্যে পণ্য বিক্রির দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪