বিরামপুরের বাজারে অপরিপক্ব লাল লিচু
দিনাজপুরের বিরামপুরের বাজারে আসছে আগাম জাতের অপরিপক্ব লাল লিচু। স্বাদে কিছুটা ভিন্নতা থাকলেও এসব লিচুর সৌন্দর্য নজর কেড়েছে ক্রেতাদের। শহরের ঢাকা মোড়ে ঘুরে দেখা যায়, লিচুর পসরা সাজিয়ে বসে আছেন খুচরা বিক্রেতারা। অপরদিকে, বাজারে আগাম লিচু দেখে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। চলছে দরদাম ও লিচুর