Ajker Patrika

প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে দুদকে তলব

ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৫: ৪১
Thumbnail image

ঠাকুরগাঁওয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

১০ মে দিনাজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষাকর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

দুদকের তলব পাওয়া দুই শিক্ষক হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

দুদকের চিঠিতে বলা হয়েছে, ওই দুজন শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, শিক্ষক হয়রানি, শিক্ষার্থীদের উপকরণের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত