Ajker Patrika

স্থলবন্দরে ব্যাংকের এটিএম বুথ নেই

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৫: ৪২
Thumbnail image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ভবনে ব্যাংকের এটিএম বুথ না থাকায় বিপাকে পড়েন পাসপোর্টধারী যাত্রীরা। এ ছাড়া বিভিন্ন মাশুল পরিশোধে বিড়ম্বনার শিকার হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।

বুড়িমারী স্থলবন্দর হয়ে বিদেশ ভ্রমণে যাত্রীদের জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ভ্রমণ কর প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে ব্যাংকের শাখায় জমা দিতে হয়। এতে প্রতি যাত্রীকে অতিরিক্ত ৩০ থেকে ৫০ টাকা ব্যয় করতে হয়। সময় অপচয়ের পাশাপাশি একমাত্র মহাসড়ক ব্যবহার করে যাতায়াতে যানজটের কবলে পড়ে নানা হয়রানির শিকার হন যাত্রীরা।

স্থলবন্দরের দুই তলার প্রশাসনিক ভবনে ৩০টি কক্ষ রয়েছে। ভবনে ব্যাংকের বুথ স্থাপনের জন্য কক্ষ বরাদ্দ রেখেছে কর্তৃপক্ষ। দেশ-বিদেশের যাত্রী, ব্যবসায়ী, কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির সুবিধার্থে দিনের ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাংকিং সেবা দেওয়ার জন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ দিনেও এতে কোনো কাজ হয়নি। ২০১৯ সালে জনতা ব্যাংক লিমিটেড বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট বুড়িমারী স্থলবন্দরে ব্যাংকের একটি বুথ স্থাপনের উদ্যোগ নিয়ে চিঠি দেয়। বন্দর কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কক্ষ বরাদ্দ দিয়ে তথ্য সরবরাহ করলেও আজও বুথ খোলা হয়নি।

ঢাকার বংশাল এলাকার ভারতগামী যাত্রী মোহাম্মদ উল্লাহ বলেন, ‘ভ্রমণ কর জমা দিতে স্থলবন্দর ভবনে ব্যাংকের বুথ থাকলে ভালো হতো। দূরে হওয়ায় সমস্যা হচ্ছে।’

জনতা ব্যাংকের বুড়িমারী শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ‘স্থলবন্দরের কক্ষে যদি বুথ স্থাপন করে পরিচালনা করা হয়, তাতে কিছু ঝামেলা রয়েছে। এ কারণে বুথ স্থাপনে দেরি হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত