হারি-জিতি নাহি লাজ
কথায় বলে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। বাংলাদেশ দুদিন আগে যখন আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম সাক্ষাতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বসল, দেশের ক্রিকেটপ্রেমীদের বিস্ময় আর হতাশার অন্ত ছিল না। গত পরশু যখন টানা দুই ম্যাচ হেরে সিরিজটাই খোয়াল বাংলাদেশ, এবার অনুভূতি প্রকাশের ভাষাটাই হারিয়ে ফেলার উপক্রম!