কোনো আইসিসি ইভেন্ট শুরু হলেই বাংলাদেশ দলকে নিয়ে শুরু হয় ভবিষ্যদ্বাণী। দল নিয়ে প্রত্যাশা কেমন—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। বাংলাদেশ দল এবার কেমন করবে, তা বলতে পারছেন না তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২ জুন শুরু হয়ে গেছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ সিরিজ হেরেছে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে হেরেছে ৬০ রানে। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের গ্রুপে। ৮ জুন ডালাসে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ডালাসে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাসকিন। টুর্নামেন্টে বাংলাদেশ কেমন করবে, তা নিয়ে এই তারকা পেসার বলেন, ‘আসলে বলা কঠিন। প্রত্যাশা তো প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো-মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রে সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। আশা করি এগুলো আসন্ন ম্যাচগুলোয় সহায়তা করবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ বছর ১১ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। বোলাররা ছন্দে থাকলেও ব্যাটাররা ধারাবাহিক হতে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ৪২ রানে হারিয়েছে ১০ উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ব্যাটারদের ব্যর্থতায়। নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ৪০, সাকিব আল হাসানের ২৮ রান—বাংলাদেশের এ দুই ব্যাটার ছাড়া আর কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি। তাসকিন তবু আশা রাখছেন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘প্রতিটি ম্যাচ একটা সুযোগ। বিশেষ করে বিশ্বকাপের মতো ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। আমরা বোলাররা সবাই কমবেশি ছন্দে আছি। বোলিং ইউনিট নিয়ে বড় চিন্তার কিছু নাই। আশা করি, যারা খেলবে সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। যদি আমরা মোটামুটি সংগ্রহ করতে পারি, ভালো কিছু সম্ভব। উইকেট লো স্কোরিং হবে।’
আরও পড়ুন:
কোনো আইসিসি ইভেন্ট শুরু হলেই বাংলাদেশ দলকে নিয়ে শুরু হয় ভবিষ্যদ্বাণী। দল নিয়ে প্রত্যাশা কেমন—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। বাংলাদেশ দল এবার কেমন করবে, তা বলতে পারছেন না তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২ জুন শুরু হয়ে গেছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ সিরিজ হেরেছে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে হেরেছে ৬০ রানে। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের গ্রুপে। ৮ জুন ডালাসে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ডালাসে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাসকিন। টুর্নামেন্টে বাংলাদেশ কেমন করবে, তা নিয়ে এই তারকা পেসার বলেন, ‘আসলে বলা কঠিন। প্রত্যাশা তো প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো-মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রে সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। আশা করি এগুলো আসন্ন ম্যাচগুলোয় সহায়তা করবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ বছর ১১ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। বোলাররা ছন্দে থাকলেও ব্যাটাররা ধারাবাহিক হতে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ৪২ রানে হারিয়েছে ১০ উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ব্যাটারদের ব্যর্থতায়। নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ৪০, সাকিব আল হাসানের ২৮ রান—বাংলাদেশের এ দুই ব্যাটার ছাড়া আর কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি। তাসকিন তবু আশা রাখছেন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘প্রতিটি ম্যাচ একটা সুযোগ। বিশেষ করে বিশ্বকাপের মতো ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। আমরা বোলাররা সবাই কমবেশি ছন্দে আছি। বোলিং ইউনিট নিয়ে বড় চিন্তার কিছু নাই। আশা করি, যারা খেলবে সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। যদি আমরা মোটামুটি সংগ্রহ করতে পারি, ভালো কিছু সম্ভব। উইকেট লো স্কোরিং হবে।’
আরও পড়ুন:
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১০ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
১১ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১৩ ঘণ্টা আগে