ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গেছে বাংলাদেশ। কিন্তু সেখানে শুরুটা ভালো হয়নি। স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে নাজমুল হোসেন শান্তরা হেরেছেন ২-১ ব্যবধানে। গত শনিবার ১০ উইকেটে তৃতীয় টি-টোয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়ালেও বিশ্বকাপের আগে এমন হার কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বাংলাদেশকে।
সেই পরিস্থিতির মধ্যে আজ আবারও কুড়ি ওভারের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন শান্তরা। উদ্দেশ্য, নিরেট প্রস্তুতি ম্যাচ খেলা। এবারও ভেন্যু সেই হিউস্টনের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যেখানে ইতিহাস লিখেছিল আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতে নিয়েছিল সিরিজ।
ম্যাচটি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে। ১ জুন রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আইসিসি টিভিতেও হবে সরাসরি সম্প্রচার। ডিজনি+হটস্টারও সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। তবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে না কোথাও। দুই দলের আগের সিরিজটি সরাসরি সম্প্রচার করেছিল বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। তবে সেখানেও দেখাচ্ছে প্রস্তুতি ম্যাচটি।
এ ছাড়া আজ ছোট পর্দায় যা যা দেখতে পাবেন—
ক্রিকেট
তৃতীয় টি-টোয়েন্টি
ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১টা ৩০ মি., সরাসরি
সনি টেন ৫
টেনিস
ফ্রেঞ্চ ওপেন: প্রথম রাউন্ড
বেলা ৩টা, সরাসরি
সনি টেন ২, সনি লিভ
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গেছে বাংলাদেশ। কিন্তু সেখানে শুরুটা ভালো হয়নি। স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে নাজমুল হোসেন শান্তরা হেরেছেন ২-১ ব্যবধানে। গত শনিবার ১০ উইকেটে তৃতীয় টি-টোয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়ালেও বিশ্বকাপের আগে এমন হার কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বাংলাদেশকে।
সেই পরিস্থিতির মধ্যে আজ আবারও কুড়ি ওভারের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন শান্তরা। উদ্দেশ্য, নিরেট প্রস্তুতি ম্যাচ খেলা। এবারও ভেন্যু সেই হিউস্টনের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যেখানে ইতিহাস লিখেছিল আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতে নিয়েছিল সিরিজ।
ম্যাচটি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে। ১ জুন রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আইসিসি টিভিতেও হবে সরাসরি সম্প্রচার। ডিজনি+হটস্টারও সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। তবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে না কোথাও। দুই দলের আগের সিরিজটি সরাসরি সম্প্রচার করেছিল বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। তবে সেখানেও দেখাচ্ছে প্রস্তুতি ম্যাচটি।
এ ছাড়া আজ ছোট পর্দায় যা যা দেখতে পাবেন—
ক্রিকেট
তৃতীয় টি-টোয়েন্টি
ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১টা ৩০ মি., সরাসরি
সনি টেন ৫
টেনিস
ফ্রেঞ্চ ওপেন: প্রথম রাউন্ড
বেলা ৩টা, সরাসরি
সনি টেন ২, সনি লিভ
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে