টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গেছে বাংলাদেশ। কিন্তু সেখানে শুরুটা ভালো হয়নি। স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে নাজমুল হোসেন শান্তরা হেরেছেন ২-১ ব্যবধানে। গত শনিবার ১০ উইকেটে তৃতীয় টি-টোয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়ালেও বিশ্বকাপের আগে এমন হার কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বাংলাদেশকে।
সেই পরিস্থিতির মধ্যে আজ আবারও কুড়ি ওভারের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন শান্তরা। উদ্দেশ্য, নিরেট প্রস্তুতি ম্যাচ খেলা। এবারও ভেন্যু সেই হিউস্টনের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যেখানে ইতিহাস লিখেছিল আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতে নিয়েছিল সিরিজ।
ম্যাচটি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে। ১ জুন রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আইসিসি টিভিতেও হবে সরাসরি সম্প্রচার। ডিজনি+হটস্টারও সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। তবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে না কোথাও। দুই দলের আগের সিরিজটি সরাসরি সম্প্রচার করেছিল বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। তবে সেখানেও দেখাচ্ছে প্রস্তুতি ম্যাচটি।
এ ছাড়া আজ ছোট পর্দায় যা যা দেখতে পাবেন—
ক্রিকেট
তৃতীয় টি-টোয়েন্টি
ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১টা ৩০ মি., সরাসরি
সনি টেন ৫
টেনিস
ফ্রেঞ্চ ওপেন: প্রথম রাউন্ড
বেলা ৩টা, সরাসরি
সনি টেন ২, সনি লিভ
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গেছে বাংলাদেশ। কিন্তু সেখানে শুরুটা ভালো হয়নি। স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে নাজমুল হোসেন শান্তরা হেরেছেন ২-১ ব্যবধানে। গত শনিবার ১০ উইকেটে তৃতীয় টি-টোয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়ালেও বিশ্বকাপের আগে এমন হার কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বাংলাদেশকে।
সেই পরিস্থিতির মধ্যে আজ আবারও কুড়ি ওভারের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন শান্তরা। উদ্দেশ্য, নিরেট প্রস্তুতি ম্যাচ খেলা। এবারও ভেন্যু সেই হিউস্টনের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যেখানে ইতিহাস লিখেছিল আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতে নিয়েছিল সিরিজ।
ম্যাচটি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে। ১ জুন রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আইসিসি টিভিতেও হবে সরাসরি সম্প্রচার। ডিজনি+হটস্টারও সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। তবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে না কোথাও। দুই দলের আগের সিরিজটি সরাসরি সম্প্রচার করেছিল বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। তবে সেখানেও দেখাচ্ছে প্রস্তুতি ম্যাচটি।
এ ছাড়া আজ ছোট পর্দায় যা যা দেখতে পাবেন—
ক্রিকেট
তৃতীয় টি-টোয়েন্টি
ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১টা ৩০ মি., সরাসরি
সনি টেন ৫
টেনিস
ফ্রেঞ্চ ওপেন: প্রথম রাউন্ড
বেলা ৩টা, সরাসরি
সনি টেন ২, সনি লিভ
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে