Ajker Patrika

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের বড় চমক

নিজস্ব প্রতিবেদক, ডালাস থেকে 
আপডেট : ০৭ জুন ২০২৪, ০২: ৪৬
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের বড় চমক

বাংলাদেশ দল দারুণ এক সান্ত্বনা খুঁজে পেল তাহলে! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে বসায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছিল বাংলাদেশকে নিয়ে। আজ ডালাসে সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে বিরাট এক চমক উপহার দিল যুক্তরাষ্ট্র।

২৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে স্বচ্ছন্দে এগোতেই দেননি যুক্তরাষ্ট্রের বোলাররা। বাবরদের ১৫৯ রানে আটকে ফেলেই ম্যাচের গল্প নিজেদের পক্ষে লেখার কাজ অনেকটা লিখে ফেলেছিল যুক্তরাষ্ট্র। উপমহাদেশের দলগুলোর কাছে যে উইকেট-কন্ডিশন এখনো ‘ভিনগ্রহের’ মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছে সেটাই তালুর মতো চেনা। বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর পাকিস্তানের বিপক্ষেও কন্ডিশনের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়ে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র।

১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। দুই অপরাজিত ব্যাটার অ্যারন জোনস আর নীতিশ কুমার সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিলেন। শেষ বলে দরকার ছিল ৫ রান। হারিস রউফকে লং-অফ দিয়ে নীতিশ বাউন্ডারি মারতেই ম্যাচ চলে গেল সুপার ওভারে। 

সুপার ওভারের স্নায়ুচাপ সামলে আমিরের বলে ১৮ রান তুলতে পারে যুক্তরাষ্ট্র। পাওয়ার হিটিংয়ের দক্ষতা বিবেচনা করে সুপার ওভারের চ্যালেঞ্জ জিততে পাকিস্তান ব্যাটিংয়ে পাঠায় ইফতেখার আহমেদ ও  ফখর জামানকে। পাকিস্তান করতে পারল ১৩ রান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তানকে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হারিয়ে যুক্তরাষ্ট্র ভাসল উচ্ছ্বাসের ঢেউয়ে।

ইতিহাস-ঐতিহ্য আর অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও কদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ আর পাকিস্তানকে হারিয়ে বুঝিয়ে দিল, চেনা পরিবেশ কাজে লাগিয়ে সঠিক সময়ে জ্বলে উঠতে পারলে বিশ্বের কোনো প্রতিপক্ষই তাদের বাধা নয়! দুর্দান্ত এক ফিফটি করে এ ম্যাচের নায়ক যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত