ক্রীড়া ডেস্ক
কেউ হয়তো ভাবেনি যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান হারবে। আসলে সেটাই তো হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের চেয়ে শক্ত-সামর্থ্যে আর অভিজ্ঞতায় যে ঢের এগিয়ে পাকিস্তান। তবে গতকাল ডালাসে মাঠের পারফরম্যান্সে সবকিছুই উল্টো হয়েছে।
বাস্তবে কাল পাকিস্তানকে শোকের সাগরে ডুবিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। সুপার ওভারে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার এই কাজ করেছেন একজন কম্পিউটার প্রকৌশলী। গতকাল যুক্তরাষ্ট্রের হয়ে সুপার ওভার করা সৌরভ নেত্রভালকার ক্রিকেটারের বাইরে একজন দক্ষ প্রকৌশলীও। মুম্বাইয়ে জন্ম হওয়া ৩২ বছর বয়সী বাঁহাতি পেসার যুক্তরাষ্ট্রের বহুজাতিক কম্পিউটার টেকনোলজি কোম্পানি ওরাকলের একজন প্রকৌশলী।
২০১৩ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর সামাজিক মাধ্যমে একটা পোস্টে নিজের সুসংবাদটি এভাবে লিখেছিলেন নেত্রভালকার, ‘অবশেষে, কম্পিউটার বিজ্ঞানে স্নাতক। এখন, ক্রিকেটে নিজেকে চেনানোর সময় হয়ে গেছে।’
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়েও খেলেছেন নেত্রভালকার। সেবার পাকিস্তানের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে ভারতের যুবাদের দৌড় থামে। নেত্রভালকারের প্রতিপক্ষ হিসেবে সেদিন মাঠে বিজয়োল্লাস করেছিলেন বাবর আজম। গতকাল যেন যুক্তরাষ্ট্রের হয়ে পুরোনো হিসাব চুকে নিলেন।
নেত্রভালকার ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে একমাত্র রঞ্জি ট্রফির ম্যাচটি খেলেছিলেন কর্ণাটকের বিপক্ষে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র দলে সুযোগ পাওয়ার পর দলটির অধিনায়কের বাহুবন্ধনী পড়েছিলেন তিনি। এখন অধিনায়ক না হলেও ঠিকই ম্যাচ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
লাইন লেংথ সঠিক রেখে বোলিংটা যে দুর্দান্ত করতে পারেন, সেটার প্রমাণ ২০২২ সালে দিয়েছেন নেত্রভালকার। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারের এক ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন তিনি। আর এবার যখন বিশ্বমঞ্চে ম্যাচ জেতানোর দায়িত্ব পেলেন, তখন দলের আস্থার প্রতিদানই দিলেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে নায়ক বনে গেলেন তিনি।
গতকাল ডালাসে পাকিস্তানের ১৫৯ রানের বিপরীতে নির্ধারিত ওভার শেষে ১৫৯ রান করে যুক্তরাষ্ট্রও। পরে সুপার ওভারে ম্যাচ গড়ালে প্রথমে ব্যাটিং করে প্রতিপক্ষকে ১৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিকেরা। লক্ষ্য তাড়া করতে নেমে নেত্রভালকারের ওভার থেকে ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা।
ম্যাচ জয়ের পর আনন্দ ধরে রাখতে পারছেন না নেত্রভালকার। তিনি বলেছেন, ‘এটি সত্যিই দুর্দান্ত এক অনুভূতি। জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে যা করতে ভালোবাসি তা পূরণ করার জন্য। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আমি সব সময় সেই আনন্দটা অনুভব করি।’
কেউ হয়তো ভাবেনি যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান হারবে। আসলে সেটাই তো হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের চেয়ে শক্ত-সামর্থ্যে আর অভিজ্ঞতায় যে ঢের এগিয়ে পাকিস্তান। তবে গতকাল ডালাসে মাঠের পারফরম্যান্সে সবকিছুই উল্টো হয়েছে।
বাস্তবে কাল পাকিস্তানকে শোকের সাগরে ডুবিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। সুপার ওভারে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার এই কাজ করেছেন একজন কম্পিউটার প্রকৌশলী। গতকাল যুক্তরাষ্ট্রের হয়ে সুপার ওভার করা সৌরভ নেত্রভালকার ক্রিকেটারের বাইরে একজন দক্ষ প্রকৌশলীও। মুম্বাইয়ে জন্ম হওয়া ৩২ বছর বয়সী বাঁহাতি পেসার যুক্তরাষ্ট্রের বহুজাতিক কম্পিউটার টেকনোলজি কোম্পানি ওরাকলের একজন প্রকৌশলী।
২০১৩ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর সামাজিক মাধ্যমে একটা পোস্টে নিজের সুসংবাদটি এভাবে লিখেছিলেন নেত্রভালকার, ‘অবশেষে, কম্পিউটার বিজ্ঞানে স্নাতক। এখন, ক্রিকেটে নিজেকে চেনানোর সময় হয়ে গেছে।’
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়েও খেলেছেন নেত্রভালকার। সেবার পাকিস্তানের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে ভারতের যুবাদের দৌড় থামে। নেত্রভালকারের প্রতিপক্ষ হিসেবে সেদিন মাঠে বিজয়োল্লাস করেছিলেন বাবর আজম। গতকাল যেন যুক্তরাষ্ট্রের হয়ে পুরোনো হিসাব চুকে নিলেন।
নেত্রভালকার ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে একমাত্র রঞ্জি ট্রফির ম্যাচটি খেলেছিলেন কর্ণাটকের বিপক্ষে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র দলে সুযোগ পাওয়ার পর দলটির অধিনায়কের বাহুবন্ধনী পড়েছিলেন তিনি। এখন অধিনায়ক না হলেও ঠিকই ম্যাচ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
লাইন লেংথ সঠিক রেখে বোলিংটা যে দুর্দান্ত করতে পারেন, সেটার প্রমাণ ২০২২ সালে দিয়েছেন নেত্রভালকার। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারের এক ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন তিনি। আর এবার যখন বিশ্বমঞ্চে ম্যাচ জেতানোর দায়িত্ব পেলেন, তখন দলের আস্থার প্রতিদানই দিলেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে নায়ক বনে গেলেন তিনি।
গতকাল ডালাসে পাকিস্তানের ১৫৯ রানের বিপরীতে নির্ধারিত ওভার শেষে ১৫৯ রান করে যুক্তরাষ্ট্রও। পরে সুপার ওভারে ম্যাচ গড়ালে প্রথমে ব্যাটিং করে প্রতিপক্ষকে ১৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিকেরা। লক্ষ্য তাড়া করতে নেমে নেত্রভালকারের ওভার থেকে ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা।
ম্যাচ জয়ের পর আনন্দ ধরে রাখতে পারছেন না নেত্রভালকার। তিনি বলেছেন, ‘এটি সত্যিই দুর্দান্ত এক অনুভূতি। জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে যা করতে ভালোবাসি তা পূরণ করার জন্য। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আমি সব সময় সেই আনন্দটা অনুভব করি।’
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে