Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ভয়ডরহীন ক্রিকেটকে সমীহ করছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৩: ৫৭
যুক্তরাষ্ট্রের ভয়ডরহীন ক্রিকেটকে সমীহ করছে পাকিস্তান

শুরুর আগেই দুঃসংবাদ শুনল পাকিস্তান। পাঁজরের চোটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ তারা পাচ্ছে না ছন্দে থাকা ইমাদ ওয়াসিমকে। স্বাগতিকদের জন্য সেটি অবশ্য স্বস্তির খবর। যদিও অভিজ্ঞতা আর শক্তি-সামর্থ্যের বিবেচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন এগিয়ে পাকিস্তান। 

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ৬ নম্বরে, যুক্তরাষ্ট্র ১৮ নম্বরে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে শুধু র‍্যাঙ্কিং দিয়ে বিচার করাও সুবিচার হবে না। কদিন আগে মার্কিনরাই তো আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে ২-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেটি প্রমাণ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়ে শুরুটাও তারা রাঙিয়েছে অসাধারণ জয়ে। উদ্বোধনী ম্যাচে কানাডার ১৯৪ রান যুক্তরাষ্ট্র অনায়াসে টপকেছে ১৪ বল হাতে রেখে। 

সেই জয়ের পর হুংকার ছেড়েছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, ‘আমরা যেভাবে খেলে এসেছি, সামনের ম্যাচেও সেভাবেই খেলতে চাই। ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই।’ 

ডাকাবুকা ক্রিকেটই যাঁদের মন্ত্র, তাঁদের নিয়ে সতর্ক না হয়ে উপায় কী! বেশ সতর্ক পাকিস্তান অধিনায়ক বাবর আজম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদমাধ্যমকে বললেন, ‘কদিন আগে বাংলাদেশকে ২-১ ব্যবধানে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে প্রমাণ করেছে, তারা এখানে থাকার যোগ্য। আত্মতুষ্ট না হয়ে আমরা তাদের প্রাপ্য সম্মান দেব।’ 

অনুশীলনে নিজেকে প্রস্তুত করছেন মোহাম্মদ আমির। ছবি: পাকিস্তান ক্রিকেটের এক্স থেকেবাবরের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়ের পাল্লাই ভারী—৯ জয়ের বিপরীতে ৪ ম্যাচে হার। তাঁর অধিনায়কত্বে বর্তমান রানার্সআপও পাকিস্তান। তাদের শঙ্কার জায়গা মিডল অর্ডার। ব্যাট হাতে দলের মেরুদণ্ড হতে পারেন বাবরই। ২০ ওভারের বিশ্বকাপে ১৩ ম্যাচে তাঁর ৪২৭ রান। টপ অর্ডার নিয়ে অবশ্য স্বস্তিতে আছে তারা। ওপেনার মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি বিশ্বকাপের রান ১৩ ম্যাচে ৪৫৬ রান, নজরকাড়া গড় ৪১.৪৫। যুক্তরাষ্ট্রের বোলারদের জন্য বড় ‘থ্রেট’ হতে পারেন মূলত ফখর জামান। গত দেড় বছরে ১৪৯.১৬ স্ট্রাইকরেট ১৪ ইনিংসে বাঁহাতি ব্যাটারের ৪৪৬ রান। ৩২ চারের সঙ্গে মেরেছেন ২৯টি ছক্কা। 

পাকিস্তানকে বলা হচ্ছে চলতি বিশ্বকাপের ‘কালো ঘোড়া’। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারের চ্যাম্পিয়ন ও দুবারের রানার্সআপ তারা। এবার বাবরের চোখ শিরোপায়, ‘এই টুর্নামেন্টে আমার ব্যক্তিগত কোনো মাইলফলক নেই। আমাদের একমাত্র লক্ষ্য পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা।’ ইমাদকে নিয়ে বললেন, ‘সে প্রথম ম্যাচ খেলতে পারছে না। আশা করছি পরের ম্যাচগুলো খেলতে পারবে। আশাবাদী কন্ডিশন শাদাবের সঙ্গে মানানসই হবে।’ 
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিই হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের প্রথম সাক্ষাৎ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত