বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। বয়স ভিত্তিক দলকেও কোচিং করিয়েছেন। বাংলাদেশের নাড়ি-নক্ষত্র তার তো ভালোই জানার কথা। এবার নিজের সাবেক দলের বিপক্ষে কোচিং করিয়ে যুক্তরাষ্ট্রকে সিরিজ জেতাতে অবদান রেখেছেন।
যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হেরে বসে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে পরাজয়ের পর বেশ সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। হিউস্টনে গত রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের রেকর্ড গড়ার রাতে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ৫০ বল হাতে রেখে পাওয়া জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেছেন তানজিদ তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে ল বলেন, ‘বাংলাদেশ দারুণ দল। আপনারা (গণমাধ্যম) তাদের বেশি চাপে রাখেন। একটা জিনিসই আমি জানি যে তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছেন। দুই ব্যাটার আজ (গতকাল) বেশ কিছু দারুণ ক্রিকেট খেলেছে। দুই তিন জন বোলারের দারুণ গতি রয়েছে। বাংলাদেশের স্পিনাররা সব সময়ই শক্তিশালী।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুটি দলই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে। যেখানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অবস্থান করছে ৯ নম্বরে। লয়ের মতে ফেবারিট বলতে কিছু নেই বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের কোচ বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। নেটে বল পেটানোর চেয়ে ম্যাচ খেলা অনেক অনেক ভালো। এক ম্যাচে যেকোনো কিছু হতে পারে। বিশ্বকাপ তো এমনই হয়। চূড়ান্ত ফেবারিট বলে কিছু নেই।’
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র তাদের চার খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। যার মধ্যে রয়েছে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ প্রথম দুই টি-টোয়েন্টির জয়ের নায়ক হারমিত সিং ও আলি খান। ল বলেন, ‘আজকের (গত রাত) গল্পটা একটু ভিন্ন ছিল। হয়তো আমরা কিছুটা ঢিল দিয়েছি। বাংলাদেশ সত্যিই খুব দুর্দান্ত খেলেছে।’
আরও পড়ুন:
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। বয়স ভিত্তিক দলকেও কোচিং করিয়েছেন। বাংলাদেশের নাড়ি-নক্ষত্র তার তো ভালোই জানার কথা। এবার নিজের সাবেক দলের বিপক্ষে কোচিং করিয়ে যুক্তরাষ্ট্রকে সিরিজ জেতাতে অবদান রেখেছেন।
যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হেরে বসে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে পরাজয়ের পর বেশ সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। হিউস্টনে গত রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের রেকর্ড গড়ার রাতে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ৫০ বল হাতে রেখে পাওয়া জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেছেন তানজিদ তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে ল বলেন, ‘বাংলাদেশ দারুণ দল। আপনারা (গণমাধ্যম) তাদের বেশি চাপে রাখেন। একটা জিনিসই আমি জানি যে তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছেন। দুই ব্যাটার আজ (গতকাল) বেশ কিছু দারুণ ক্রিকেট খেলেছে। দুই তিন জন বোলারের দারুণ গতি রয়েছে। বাংলাদেশের স্পিনাররা সব সময়ই শক্তিশালী।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুটি দলই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে। যেখানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অবস্থান করছে ৯ নম্বরে। লয়ের মতে ফেবারিট বলতে কিছু নেই বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের কোচ বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। নেটে বল পেটানোর চেয়ে ম্যাচ খেলা অনেক অনেক ভালো। এক ম্যাচে যেকোনো কিছু হতে পারে। বিশ্বকাপ তো এমনই হয়। চূড়ান্ত ফেবারিট বলে কিছু নেই।’
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র তাদের চার খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। যার মধ্যে রয়েছে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ প্রথম দুই টি-টোয়েন্টির জয়ের নায়ক হারমিত সিং ও আলি খান। ল বলেন, ‘আজকের (গত রাত) গল্পটা একটু ভিন্ন ছিল। হয়তো আমরা কিছুটা ঢিল দিয়েছি। বাংলাদেশ সত্যিই খুব দুর্দান্ত খেলেছে।’
আরও পড়ুন:
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে