বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। বয়স ভিত্তিক দলকেও কোচিং করিয়েছেন। বাংলাদেশের নাড়ি-নক্ষত্র তার তো ভালোই জানার কথা। এবার নিজের সাবেক দলের বিপক্ষে কোচিং করিয়ে যুক্তরাষ্ট্রকে সিরিজ জেতাতে অবদান রেখেছেন।
যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হেরে বসে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে পরাজয়ের পর বেশ সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। হিউস্টনে গত রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের রেকর্ড গড়ার রাতে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ৫০ বল হাতে রেখে পাওয়া জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেছেন তানজিদ তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে ল বলেন, ‘বাংলাদেশ দারুণ দল। আপনারা (গণমাধ্যম) তাদের বেশি চাপে রাখেন। একটা জিনিসই আমি জানি যে তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছেন। দুই ব্যাটার আজ (গতকাল) বেশ কিছু দারুণ ক্রিকেট খেলেছে। দুই তিন জন বোলারের দারুণ গতি রয়েছে। বাংলাদেশের স্পিনাররা সব সময়ই শক্তিশালী।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুটি দলই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে। যেখানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অবস্থান করছে ৯ নম্বরে। লয়ের মতে ফেবারিট বলতে কিছু নেই বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের কোচ বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। নেটে বল পেটানোর চেয়ে ম্যাচ খেলা অনেক অনেক ভালো। এক ম্যাচে যেকোনো কিছু হতে পারে। বিশ্বকাপ তো এমনই হয়। চূড়ান্ত ফেবারিট বলে কিছু নেই।’
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র তাদের চার খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। যার মধ্যে রয়েছে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ প্রথম দুই টি-টোয়েন্টির জয়ের নায়ক হারমিত সিং ও আলি খান। ল বলেন, ‘আজকের (গত রাত) গল্পটা একটু ভিন্ন ছিল। হয়তো আমরা কিছুটা ঢিল দিয়েছি। বাংলাদেশ সত্যিই খুব দুর্দান্ত খেলেছে।’
আরও পড়ুন:
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। বয়স ভিত্তিক দলকেও কোচিং করিয়েছেন। বাংলাদেশের নাড়ি-নক্ষত্র তার তো ভালোই জানার কথা। এবার নিজের সাবেক দলের বিপক্ষে কোচিং করিয়ে যুক্তরাষ্ট্রকে সিরিজ জেতাতে অবদান রেখেছেন।
যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হেরে বসে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে পরাজয়ের পর বেশ সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। হিউস্টনে গত রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের রেকর্ড গড়ার রাতে যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ৫০ বল হাতে রেখে পাওয়া জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেছেন তানজিদ তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে ল বলেন, ‘বাংলাদেশ দারুণ দল। আপনারা (গণমাধ্যম) তাদের বেশি চাপে রাখেন। একটা জিনিসই আমি জানি যে তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছেন। দুই ব্যাটার আজ (গতকাল) বেশ কিছু দারুণ ক্রিকেট খেলেছে। দুই তিন জন বোলারের দারুণ গতি রয়েছে। বাংলাদেশের স্পিনাররা সব সময়ই শক্তিশালী।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুটি দলই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে। যেখানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অবস্থান করছে ৯ নম্বরে। লয়ের মতে ফেবারিট বলতে কিছু নেই বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের কোচ বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। নেটে বল পেটানোর চেয়ে ম্যাচ খেলা অনেক অনেক ভালো। এক ম্যাচে যেকোনো কিছু হতে পারে। বিশ্বকাপ তো এমনই হয়। চূড়ান্ত ফেবারিট বলে কিছু নেই।’
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র তাদের চার খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। যার মধ্যে রয়েছে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ প্রথম দুই টি-টোয়েন্টির জয়ের নায়ক হারমিত সিং ও আলি খান। ল বলেন, ‘আজকের (গত রাত) গল্পটা একটু ভিন্ন ছিল। হয়তো আমরা কিছুটা ঢিল দিয়েছি। বাংলাদেশ সত্যিই খুব দুর্দান্ত খেলেছে।’
আরও পড়ুন:
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১০ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
১১ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১৩ ঘণ্টা আগে